কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছে মরক্কো। পর্তুগালকে বিদায় করে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমির টিকিট নিশ্চিত করে ফেলেছে মরক্কো।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে দুদল।
এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না, পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের দ্বিতিয়ার্ধে তাকে নামানো হলেও। প্রথমার্ধে মরক্কোর গোল শোধ করতে পারেনি পর্তুগাল। আর এতেই এবারের আসরে তাদের বিদায় ঘণ্টা বেজে যায়।
আরও পড়ুন: মিলিয়ন ইউরো আয় করা মরক্কোর তারকা ফুটবলার হাকিমির নামে কোনো সম্পদ নেই!
পর্তুগালকে হারিয়ে কাতারে মরক্কোর রূপকথা চালু রইলো। অথচ এই মরক্কোকে নিয়ে কেউই স্বপ্ন দেখেন।
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৩/এসএ