
দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের ২১তম আসরে এসে এবার বড় ধরনের পরিবর্তন আসছে কাঠামোতে। আগে যেখানে ৬ মহাদেশের চ্যাম্পিয়ন দল এবং আয়োজক দেশের একটি দল নিয়ে খেলা হতো ফিফা ক্লাব বিশ্বকাপ, এবার সেখানে খেলবে ৬ মহাদেশের মোট ৩২ দল।
এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আসন্ন ২০২৫ ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। যেখানে দলগুলোর জন্য বরাদ্দ রাখা প্রাইজমানির পরিমাণ দেখে সকলের চোখ উঠেছে আকাশে। কেননা বড় পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ১০০ কোটি ডলার।
এদিকে ফিফা আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের আসর গুলোর মধ্যে গেল কাতার বিশ্বকাপ সবথেকে বেশি জাকজমক ভাবে আয়োজন হয়েছিল বলে মনে করা হয়। তবে সেখানেও ছিল না ক্লাব বিশ্বকাপের মত এত বিশাল অংকের প্রাইজমানি। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি অর্থ ছড়ানো হবে এই ক্লাব বিশ্বকাপে।
আরও পড়ুন:
» ইংলিশ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ২৯ বাংলাদেশি ক্রিকেটার
» ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিমের যত রেকর্ড
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। যা আসন্ন ক্লাব বিশ্বকাপের তুলনায় অর্ধেকেরও কম। আর বিশাল অংকের এই অর্থ পুরস্কার দেখে নড়েচড়ে বসেছে আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্লাবগুলো। এবারের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যা চলবে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে যে এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ অর্থ আয় হবে, তার পুরোটাই বন্টন করে দেওয়া হবে অংশ নেওয়া সকল ক্লাবের মাঝে। আয়ের কোন অর্থ নিজেদের কাছে রাখবে না বলেও ঘোষণা দিয়েছে ফিফা। এছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেয়া হবে বিভিন্ন অংকের পুরস্কার।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস
