Connect with us
ফুটবল

জর্ডানের রূপকথা থামিয়ে শিরোপা জিতলো কাতার

টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের শিরোপা নিয়ে কাতারের উল্লাস। ছবি- টুইটার

২০২০ সালের এশিয়ান কাপের শিরোপা জয় করে তাক লাগিয়ে দেয়া কাতার আবারও এশিয়ার সেরা হয়েছে। এবারের আসরে রূপকথার জন্ম দেয়া জর্ডানের উল্লাসকে স্তব্ধ করে দিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুললো মধ্যপ্রাচ্যের ফুটবলের নতুন এই শক্তি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে লুসাইল স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে কাতার। এই মাঠেই ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। সেই একই মাঠে এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করলো কাতার। কাতারের তিন গোলের তিনটিই এসেছে পেনাল্টি থেকে।

এবার ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। এর আগে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে প্রথমবার ফাইনালে নাম লেখায় জর্ডান।

ফাইনাল ম্যাচের ১৮তম মিনিটে ফাউল করায় হলুদ কার্ড পান ওলান। আর ২২ মিনিটে পেনাল্টিতে পাওয়া আফিফের গোলে এগিয়ে যায় কাতার। ১-০ স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর আক্রমণ বাড়ায় দুদলই।

ম্যাচের ৬৭ মিনিটে আল নিয়ামাতের গোলে সমতায় ফেরে জর্ডান। ম্যাচ রূপ নেয় উত্তেজনায়। তৈরি হতে থাকে জর্ডান রূপকথার শেষ পৃষ্ঠা। কিন্তু সেটা আর পূর্ণতা পায়নি অবশেষে। ৭১ মিনিটে আবারো পেনাল্টি থেকে গোল করে ২-১ স্কোর করেন আফিফ। আর শেষ দিকে গোলরক্ষকও হলুদ কার্ড দেখেন। সেখান থেকেও পেনাল্টি।

অতিরিক্ত সময়ে ৯০+৪ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করেন সেই আফিফ। টানা তিনটি স্পট কিক থেকে গোল করে দলকে শিরোপার উল্লাসে মাতিয়ে দেন তিনি। ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখেছিল জর্ডান, আর কাতারের দখলে বল ছিল মাত্র ৪২ শতাংশ।

প্রায় ১৭ মিনিট অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। শেষ বাজি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে গোটা লুসাইল স্টেডিয়াম। থমকে যায় জর্ডানের চমক দেখানো যাত্রা। টামা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে কাতার।

আরও পড়ুন: আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ কেন বাতিল?

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২০২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল