আর কয়েক দিনের অপেক্ষা, এরপরই বিশ্ব পাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আসরে অন্যতম মূল আকর্ষণ গোল্ডেন বুট। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে কারা?
চলুন দেখে নেই এ তালিকায় এগিয়ে রয়েছেন কারা;
কিলিয়ান এমবাপ্পে: এ তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচ গোল করেন তিনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ গোল করার পর ডেনমার্কের বিরুদ্ধে জোড়া গোলের দেখা পান তিনি। এরপর পোল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল আদায় করে নেন এমবাপ্পে। কোয়ার্টারে গোলের দেখা না পেলেও গোল্ডেন বুট দৌড়ে বেশ সামনেই রয়েছেন এ ফরাসি খেলোয়ার।
লিওনেল মেসি: এমবাপ্পের পর এ তালিকায় আছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি গোল করেন মেসি। সৌদির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষেও গোলের দেখা পান মেসি। নকআউটের ম্যাচ ও কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেন বিশ্ব সেরা এ ফুটবলার। এবার সেমিফাইনালে গোলের দেখা পেলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনায় এগিয়ে থাকবেন।
অলিভিয়ের জিরু: গোল্ডেন বুট জয়ের দৌড়ে তিন নম্বরে আছেন ফরাসি ফুটবলার অলিভিয়ের জিরু। এবারের আসরে নিজেদের শুরুর ম্যাচেই দুটো গোলের দেখা পান তিনি। পরে পোল্যান্ডের বিপক্ষেও গোল পান জিরু। এছাড়া কোয়ার্টার ফাইনালে জিহুর একমাত্র হেডেই ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে যায় ফ্রান্স। এবার সেমিতে গোল পেলে তারও সুযোগ আছে গোল্ডেন বুট জিতে নেওয়ার।
আরও পড়ুন: শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল রোনালদোর আল নাসর
অপরদিকে এ তিন ফুটবলার ছাড়াও তালিকায় আছেন; জুলিয়ান আলভারেস, আন্দ্রে ক্র্যামারিচ ও ইউসুফ এননেসিরি। এবার দেখার বিষয় কার কাছে যার আলোচিত এ পুরষ্কারটি।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২২/এসএ