Connect with us
ক্রিকেট

নামিবিয়াকে পেয়ে রেকর্ড গড়া জয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

crifo AUS vs NAM
নামিবিয়াকে পেয়ে রেকর্ড গড়া জয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

ছোট দল নামিবিয়া নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে। একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে অজিরা। টানা জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাও রেখেছে প্যাট কামিন্সরা। তবে আজকের ম্যাচ উঠেছে রেকর্ডবুকে।

বুধবার সকালে বিশ্বকাপের ২৪তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলারদের সামনে টিকতেই পারেনি নামিবিয়া। অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিসরা বোলিং তোপে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয় জাম্পা। দুটি করে উইকেট পান হ্যাজলউড ও স্টয়নিস।

আর অস্ট্রেলিয়া এই রান তুলতে খেলেছে মাত্র ৩৪টি বল। যখন ৯ উইকেটে জয় নিশ্চিত হয়েছে তখনও হাতে ছিল ৮৬টি বল।

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাত্র ২১ রানে ৫ উইকেট হারায় নামিবিয়া। তবে শেষ পর্যন্ত ৭২ রান তোলে তারা। ৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের পিটিয়ে ৫.৪ ওভারে বলে ৯ উইকেটের জয় নিশ্চিত করে ওয়ার্নার-হেডরা।

৮৬ বল রেখে হাতে রেখে অস্ট্রেলিয়ার জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম জয়। এর আগে ২০০৯ সালে ৯০ বল হাতে রেখে নেদারল্যান্ডসকে হারিয়েছিল শ্রীলঙ্কা। ।

ছোট্ট টার্গেটে খেলতে নেমে ওয়ার্নার ৮ বলে ২০ রানে আউট হলেও ট্রাভিস হেড ১৭ বলে ৩৪ এবং মিচেল মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন: পর্তুগালকে জেতানোর পর ভক্তদের দুঃসংবাদ শোনালেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট