ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করে শুরু থেকেই উড়ছিল যুক্তরাষ্ট্র। কানাডাকে উড়িয়ে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়ে শিরোনাম হয়েছিল মার্কিন ক্রিকেট। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে আরও চমকে দেয় তারা। সেই দলটি অবশেষে বিশ্বকাপে হারলো। আর মার্কিনীদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বুধবার (১২ জুন) রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তুলেছিল ১১০ রান। ১১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একটু চাপে পড়লেও পরে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে ভারত। এ নিয়ে গ্রুপপর্বের টানা তিনটি ম্যাচ জিতে শেষ আটে পা রেখেছে রোহিত শর্মারা।
নিউইয়র্কের স্লো পিচে ১১১ রানকে খুব কম বলা যাচ্ছিলো না। তবে দেখেশুনে খেলে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে জিতেছে ভারত। রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে দলের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলি ১ বল খেলে ফেরেন গোল্ডেন ডাকে। ৬ বলে ৩ রান করে ফেরেন কোহলি।
ভারতকে আরও চিন্তায় ফেলে ঋষভ পন্ত ২০ বলে ১৮ রানে আউট হন। তবে সূর্যকুমার যাদব আর শিভাম দুবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি, জিতিয়েই মাঠ ছেড়েছেন। সূর্য ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ আর দুবে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু করে ভারত। যুক্তরাষ্ট্র প্রথম ওভারেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে সব বিপদ কাটিয়ে টেলর ৩০ বলে ২৪, নিতিশ ২৩ বলে ২৭ আর অ্যান্ডারসন ১২ বলে করেন ১৫ রান করে দলকে শতরানের বেশি সংগ্রহ এনে দেন।
অর্শদীপ সিং ৪ ওভারে ৯ রান খরচায় ৪টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ১৪ রানে ২ উইকেট শিকার করেন। গ্রুপপর্বে ভারতের একটি ম্যাচ বাকি আছে কানাডার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
আরও পড়ুন:
সাকিবের পারফরমেন্স নিয়ে যা বললেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হতেই ভাঙা হচ্ছে নাসাউ স্টেডিয়াম
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৪/এজে