কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বাঁধা পেরিয়ে শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স
এবারের বিশ্বকাপ মিশনে একটি ম্যাচও হারেনি হ্যারি কেইনরা। ২১ নভেম্বর ইরানকে ৬ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। এরপর ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে পরবর্তী রাউন্ডে এক পা দিয়ে রাখে ইংলিশরা। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে সেরা ষোলতে জায়গা করে নেয় ইংল্যান্ড। পরে ৫ ডিসেম্বর আফ্রিকার দেশ সেনেগালকে ৩-০ গোলে বিদায় কাতার বিশ্বকাপে কোরার্টার ফাইনালের টিকিট কাটে হ্যারি কেইনরা। এবার শিরোপার দৌড়ে ইংল্যান্ডের সামনে প্রতিপক্ষ ফ্রান্স।
অপরদিকে ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার জালে চার গোল দিয়ে এ বিশ্বকাপ শুরু করে ফ্রান্স। ২৬ নভেম্বর ডেনমার্কের কাছে ২-১ গোলে জিতে সেরা ষোল নিশ্চিত করে ফেলে এম্বাপ্পেরা। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনেশিয়ার কাছে ০-১ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ ডিসেম্বর নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোরার্টার ফাইনাল নিশ্চিত করে শক্তিশালী ফ্রান্স।
আরও পড়ুন: কিংবদন্তির সম্মানে বিশেষ উদ্যোগ, পর্তুগিজ অভিধানে পেলে
সেমির দৌড়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ফ্রান্স। দুদলের মধ্যে শেষ ৫ বারের দেখায় ৩টিতে জয় পেয়েছে ফ্রান্স। ১টি ড্র ও একটিতে জয় পায় ইংল্যান্ড। এমন সমীকরণে এবার দেখার বিষয় কাতার বিশ্বকাপে সেমির দৌড়ে ইংল্যান্ড-ফ্রান্স এর মধ্যে কে টিকে থাকে
ক্রিফোস্পোর্টস/৯ ডিসেম্বর২২/এসএ