কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বাঁধা পেরিয়ে শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়
মরক্কো-পর্তুগাল
কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করে মিশন শুরু করেছিল মরক্কো। দৃষ্টির বাইরে থাকা দলটিই কিনা ২৭ নভেম্বর বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জিতে সবাইকে চমকে দেয়। পরে ১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে উঠে চাঞ্চল্য সৃষ্টি করে আফ্রিকার দলটি। ৬ ডিসেম্বর নকআউট পর্বে আসরের ফেবারিট ও শক্তিশালী স্পেনকে টাইব্রেকার হারিয়ে ইতিহাস সৃষ্টি করে কোরার্টারে চলে যায় মরক্কো।
অন্যদিকে ১৮ নভেম্বর নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করে রোনালদোরা। পরের ম্যাচে ২৪ নভেম্বর ৩-২ গোলের ঘানার বিপক্ষে জিতে সেরা ষোলতে পৌছে যায় পর্তুগাল। ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-২ গোলে হেরে যায় তারা। পরে সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে যায় তারা। ৬-১ গোলে ম্যাচটি জিতে নেয় পর্তুগাল। তবে এ ম্যাচে রোনালদোকে প্রথম একাদশে না রেখে আলোচনার জন্ম দেয় পর্তুগাল। এবার দেখার বিষয় আজকের ম্যাচে কোচ-রোনালদো স্নায়ু যুদ্ধের অবসান হয় কিনা।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে মিয়ামিকে জয় উপহার দিলেন মেসি
তবে সেমির টিকিট পেতে সমীকরণে মরক্কো থেকে অনেক এগিয়ে পর্তুগাল। দুদলের মধ্যে মাত্র দুবার দেখা হয়েছিল। প্রথম দেখা ১৯৮৬ সালের বিশ্বকাপে। সেবার অবশ্য ১-৩ গোলে হেরে গিয়েছিল পর্তুগিজরা। এছাড়া শেষবার দেখা হয় ১৮ তে রাশিয়া বিশ্বকাপে। ওই ম্যাচটি ১-০ গোলে জেতে রোনালদোর
ক্রিফোস্পোর্টস/৯ ডিসেম্বর/এসএ