বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদের নাম লেখানোর পর কে ভেবেছিল অতীত আবার ফিরে আসবে। কঠিন হেডমাস্টার তকমা নিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করলেও আগের মতোই বিতর্ক পিছু নেয় তার। তামিমের অবসর কাণ্ডে তাকেই প্রধান খল নায়ক করে তীব্র কটাক্ষ আর সমালোচনার তীরে বিদ্ধ করেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।
পরে এশিয়াকাপে ভরাডুবির পর সমালোচনার পালে হাওয়া লাগে। সেই হাওয়া পৌঁছে যায় সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা, পরে তামিমকে ছাড়াই বিশ্ব আসরে পা দেওয়ায়। বিশ্বকাপেও একের পর এক ম্যাচে নাস্তানাবুদ টিম বাংলাদেশকে দেখে—হতাশ হয়েছেন টাইগার ক্রিকেট ভক্তরা। ব্যর্থতা নিয়ে দল দেশে ফিরলেও কোচিং প্যানেলে হয়েছে বড় পরিবর্তন; তবে টিকে গেছে হাথুরু। তবে সমালোচনা পিছু ছাড়েনি এই লঙ্কান কোচের।
এবার বড় অভিযোগের তীরে বিদ্ধ তিনি। ভারতের মাটিতে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ চলাকালে টাইগার স্পিনার নাসুম আহমেদকে নাকি চড় মেরেছেন তিনি! বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে এমন খবর প্রকাশ করা হয়।
এরপরই দেশজুড়ে এ নিয়ে সমালোচনা তুঙ্গে রয়েছে। সাবেক ক্রিকেটার থেকে সংগঠক—সবাই এ কাণ্ডের কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। তবে যিনি এই লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ; এবার তার বক্তব্য পাওয়া গেল।
ঢাকা টেস্টের আগের দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হাথুরুসিংহেকে এ নিয়ে প্রশ্ন করা হয়।
তবে এ প্রশ্নের পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাথুরু। রেগে গিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মান নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন হেড কোচ।
তিনি বলেন, যারা আমাকে একটু হলেও চেনে, তারা জানেন এমন কাজ করার মতো লোক আমি নই। আপনাদের মান খুবই নিম্ন।
এছাড়া বিশ্বকাপে সেই ম্যাচে সেখানে উপস্থিতদের কাছ থেকে সত্যটা জেনে নিতে বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা টেস্ট ঘিরে টাইগারদের পরিকল্পনা ও মিরপুরের উইকেট নিয়ে কথা বলেন হাথুরু। বলেন, বিশ্বের কোথাও একই ভেন্যুতে (মিরপুর) এতো খেলা হয় না। আমরা উইকেট খুব বেশি পরিবর্তন করতে চাই না।
আরও পড়ুন: ঝুলিয়ে রাখার পর হারিস রউফকে সুসংবাদ দিলো পিসিবি
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৩/এসএ