Connect with us
ক্রিকেট

রাবাদার ঝুলিতে ৫০০ উইকেট

রাবাদা
কাগিসো রাবাদা। ছবি- গুগল

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। মাত্র ২৮ বছর বয়সেই কিউইদের কিংবদন্তি বোলারদের তালিকায় নাম লেখালেন এই সুপার স্টার।

মঙ্গলবার ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে ৫ উইকেট নিয়েছেন এই বোলার। এতেই ৫০০ আন্তর্জাতিক উইকেটের এলিট ক্লাবে নিজের নাম লিখিয়েছেন তিনি।

রাবাদার আগে প্রোটিয়াদের হয়ে মাত্র ছয়জন বোলার এই কীর্তি গড়েছেন। তারা হলেন- শন পোলক (৮২৩), ডেল স্টেইন (৬৯৭), মাখায়া এনটিনি (৬৬১), অ্যালান ডোনাল্ড (৬০২), জ্যাক ক্যালিস (৫৭২) এবং মরনে মরকেল (৫৩৫)। সপ্তম বোলার হিসেবে এই কাতারে ঢুকেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই গতি তারকার ৫০০ আন্তর্জাতিক উইকেটের মধ্যে টেস্টে ২৮০টি, ওয়ানডেতে ১৫৭ এবং টি-টোয়েন্টিতে রয়েছে ৬৮টি উইকেট।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ‘প্রথম’ টি-টোয়েন্টি জয় পেতে কাল মাঠে নামছে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট