
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স। দলটি দুটি ম্যাচে জয় তুলে নিয়ে ভালো সূচনা করলেও এবার এক দুঃসংবাদ এসেছে শিবিরে—দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার কাগিসো রাবাদা দেশে ফিরে গেছেন।
ঠিক কতদিন তিনি আইপিএল থেকে দূরে থাকবেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। যদিও তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, তবে কবে তিনি দলে ফিরবেন, তা জানতে অপেক্ষা করতে হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে গুজরাট টাইটান্স জানায়, দলের পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তিনি চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন
» নারী ক্রিকেটে পিছিয়ে থাকার কারণ জানালেন জ্যোতি
» হামজার পর বাফুফের ক্যাম্পে এলেন আরও দুই প্রবাসী ফুটবলার
প্রথম দুই ম্যাচে রাবাদা গুজরাটের হয়ে মাঠে নামেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরাজিত ম্যাচে তিনি ৪১ রান দিয়ে একটি উইকেট নেন, আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৪২ রান খরচায় নেন এক উইকেট।
গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি। টসের সময় গুজরাট অধিনায়ক শুবমান গিল জানান, ব্যক্তিগত কারণে রাবাদা দলে নেই। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন।
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৫/এসএ
