Connect with us
ক্রিকেট

লঙ্কান নারীদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু রাবেয়া-ইভাদের

Bangladesh u19 women defeated Sri Lankan women in tri-nation series
ত্রিদেশীয় সিরিজে লঙ্কান নারীদের হারিয়েছে জুনিয়র নারীরা। ছবি- সংগৃহীত

বিপিএলের ব্যস্ততার মাঝেই শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজ। আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কার নারীদের রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম জয় নিশ্চিত করল জুনিয়র টাইগ্রেসরা।

আজ বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। টাইগ্রেস বোলারদের বোলিং নৈপুণ্য নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯৫ রান তুলতে পারে সফরকারীরা। জবাবে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ২৯ বলে ২৭ রান করে ম্যাচ জেতিয়ে মাঠ ছাড়েন আফিয়া আসিমা ইরা। সমান ২৭ রান করে দলের জয়ে অবদান রেখেছেন মোসাঃ ইভা। এদিকে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ২১ রান করেছিলেন রাশমি নেথরাঞ্জলি।

এর আগে বল হাতে ৩টি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন রাবেয়া এবং নিশাত আক্তার নিশি। ৪ ওভার বল করে ১৩ রান খরচায় ৩ উইকেটের পাশাপাশি ২ মেডেন ওভার করে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন রাবেয়া। ১টি উইকেট পান হাবিবা ইসলাম পিংকি।

এই ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। লিগ পর্বের খেলা শেষে সেরা দুই দল নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২৭ জানুয়ারি কক্সবাজারে দুপুর ১২টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: নিজের জাত চিনিয়ে নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ মুশফিক

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট