Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিকের কোটা মিস করলেন বাংলাদেশের রবিউল

Paris Olympic 2024
চলতি বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে ২০২৪ প্যারিস অলিম্পিক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশগ্রহণ সচরাচর দেখা যায়। ২০২০ সালে আর্চারি থেকে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডেও জায়গা হয়নি এই ক্রীড়াবিদের। তবে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম সুযোগ পেয়েও অল্পের জন্য হাতছাড়া করলেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান রয়েছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপ। এই টুর্নামেন্ট সেরা শুটারের পাশাপাশি আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য এশিয়ান শুটিংয়ের কোটাও নিশ্চিত করা হবে।

আজ ১০ মিটার এয়ার রাইফেলে মাত্র ০.৩ স্কোরের জন্য সরাসরি অলিম্পিকে নাম লেখানো হলো না রবিউলের। এয়ার রাইফেল শুটিংয়ে রবিউল করেছেন ৬২৮.০ যেখানে ৬২৮.৩ স্কোর করে মূল পর্বে জায়গা করে নিয়েছেন ইন্দোনেশিয়ার ফাতহুর।

ইন্দোনেশিয়ার ফাতহুর ছাড়াও এশিয়া থেকে চীন, কোরিয়া ও ভারতের মোট আট জন মূল পর্বে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি অলিম্পিকের টিকিটও কেটে ফেলেছেন তারা।

তবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা হারালেও এখনো অলিম্পিকে খেলার সুযোগ রয়েছে রবিউলের। ওয়াইল্ড কার্ডের জন্য শুটার রবিউল ও শায়রা আরেফিনের নাম আইওসির কাছে আবেদন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

আরও পড়ুন: স্পেনে নয়, আজ স্প্যানিশ সুপার কাপ শুরু হচ্ছে সৌদিতে 

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য