
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বিভাগে বেশ আলোচিত নাম নাহিদ রানা। বল হাতে দুর্দান্ত গতির কারণে বিশ্ব ক্রিকেটে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই গতি তারকা। তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে দলে না রাখায় অবাক হয়েছিলেন অনেকেই। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি ইভেন্টে অভিষেক ঘটেছে এই উদীয়মান তারকার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেননি নাহিদ রানা। তবে শুরুতে উইকেট নিয়ে কিউইদের চাপে ফেলেছিলেন এই পেসার। ২৩৭ রানের লক্ষ্য দেয়ার পর প্রথম ওভারে উইকেট এনে দেন তাসকিন। এরপর চতুর্থ ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন রানা। আর সেটাও ছিল দলটির তারকা ব্যাটার কেন উইলিয়ামসনের।
যদিও পরবর্তীতে আর কোনো উইকেটের দেখা পাননি রানা। ৯ ওভারে ৪৩ রান দিয়ে তার প্রাপ্তি উইলিয়ামসন। তবে পুরো ইনিংসে গতির জাদুতে বেশ কয়েকবার কিউই ব্যাটারদের বেকায়দায় ফেলেছিলেন তিনি। অন্যপ্রান্তে থেকে বোলারদের পর্যাপ্ত সহযোগিতা পেলে আরও উইকেটে পেতে পারতেন এই তরুণ। তবুও প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসা কুড়িয়েছেন এই পেসার।
আরও পড়ুন:
» দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান!
» অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচে বৃষ্টির জয়, সেমির সমীকরণ কী?
ম্যাচশেষে রানার বোলিংয়ের প্রশংসা করেছেন সে ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র। ম্যাচশেষে নাহিদ রানার প্রশংসা করে গণমাধ্যমে কিউই সেঞ্চুরিয়ান বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। মুস্তাফিজ এবং তাসকিন অনেকদিন ধরে খেলছে। এখন যুক্ত হয়েছেন রানা। সে একজন প্রতিভাবান বোলার। অনেক দ্রুত বল করে। আজ প্রথমবার খেললাম তার বিপক্ষে। আশা করি আগামীতেও তার বিপক্ষে খেলা হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। যে কারণে টানা দুই হারে আগেভাগেই বিদায় ঘণ্টা বেজে গেছে টাইগারদের। আগামী ২৭ ফেব্রুয়ারি নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি
