বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেরা পারফর্মার অলরাউন্ডার রাচিন রবীন্দ্র দেশটির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ২০২৩ সালে কিউইদের হয়ে তিন সংস্করণেই আলো ছড়ানো এই টপ অর্ডার বেশি নজর কাড়েন বিশ্বকাপে। তারই স্বীকৃতি পেলেন ভারতীয় বংশদ্ভূত এই কিউই।
ভারত বিশ্বকাপে তিন সেঞ্চুরির সাথে ৬৪ গড়ে মোট ৫৭৮ রান করেন রাচিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বে ওভালে তার হাঁকানো ডাবল সেঞ্চুরির কল্যাণেই সিরিজটি নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। গেল বছরটা এমন স্মরণীয় কাটানোর স্বীকৃতিই পেলেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জয়ের মাধ্যমে। কিউই ক্রিকেটে সর্বোচ্চ মর্যাদা স্বরূপ বর্ষসেরা ক্রিকেটারকে এই মেডেল দেয়া হয়৷
নিউজিল্যান্ডে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই প্রথম পুরস্কারটি জিতলেন ২৪ বছর বয়সী রাচিন। আর নিউজিল্যান্ডে বর্ষসেরা নারী ক্রিকেটারকে দেয়া হয় ডেবি হকলি মেডেল। টানা দ্বিতীয় বারের মত মেডেলটি পেয়েছেন অ্যামেলিয়া কার। পাশাপাশি নারী ক্রিকেটেও অ্যামেলিয়ার যেন জয়জয়কার। বর্ষসেরা নারী ওয়ানডে, টি-টোয়েন্টি ও সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি।
রাচিনের পর নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জিতেছেন মিডল অর্ডারে দুর্দান্ত খেলা ড্যারিল মিচেল। আর টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার গিয়েছে কেন উইলিয়ামসনের হাতে। গত বছরে কিউইদের হয়ে ৬ টেস্ট ম্যাচে ৪ সেঞ্চুরির পাশাপাশি ৬১৯ রান সংগ্রহ করেন এই টপ অর্ডার ব্যাটার। গেল বছর টেস্টে ৫৬ গড়ে রান করেন উইলিয়ামসন।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে যেসব সুবিধা পাবে অস্ট্রেলিয়ার নারীরা
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এমএস/এমটি