Connect with us
টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল। ছবি- সংগৃহীত

২০২৪ সালের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। মূলত পেশির চোটের জন্য ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালে এমন সিদ্ধান্ত গ্রহণ। মেলবোর্ন পার্কে খেলতে না পারার বিষয়টি নাদাল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

এক্সে (সাবেক টুইটার) এই স্প্যানিয়ার্ড তারকা লেখেন, ‘এই মুহুর্তে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে খেলে পাঁচ সেটের ম্যাচে লড়াই করার মত অবস্থায় আমি নেই। চিকিৎসককে দেখাতে আমি স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে আমার চিকিৎসকের থেকে চিকিৎসা নেবো এবং বিশ্রামে থাকবো।’

নিতম্বপর চেট নিয়ে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই খেলার বাইরে ছিলেন নাদাল। দীর্ঘ সময়ের বিরতির পর ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের মধ্য দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিসে ফিরেছিলেন তিনি। তবে এবারের ফেরাটা তার জন্য সুখকর হয়নি। কেননা আরসের শুরুতেই তাকে বিদায় নিতে হয়। পাশাপাশি ফের পেশির চোটে পড়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়ে যান এই স্প্যানিয়ার্ড তারকা। সেই চোটের দরুণ এবার চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকেও তাকে ছিটকে পড়তে হলো।

চোট নিয়ে রাফা লেখেন, ‘ব্রিসবেনে খেলা শেষ ম্যাচটিতে আমি পেশিতে সমস্যা টের পেয়েছিলাম। এটা নিয়ে আমি চিন্তায় পড়ে যায়। তবে এর মধ্যেও ভালো খবর ছিলো, এবারের চোটটা পুরনো চোটের জায়গায় ছিল না।’ এজন্যই হয়তো অস্ট্রেলিয়ান ওপেনে তার থেকে শিরোপা প্রত্যাশা করতে নিষেধ করেছিলেন নাদাল।

তাই এবারের মত খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে এই টেনিস তারকাকে। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনটি শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারী থেকে। এখন পর্যন্ত নাদাল মোট দুই বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। মেলবোর্ন পার্কে প্রথমবার জিতেছিলেন ২০০৯ সালে, দ্বিতীয়টি জেতেন দীর্ঘ বিরতির পর ২০২২ সালে এসে।

আরও পড়ুন: বেঞ্চ প্লেয়ারদের নিয়ে সহজ জয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ 

ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস