অল্প বয়সেই ফুটবল বিশ্বে বেশ সাড়া ফেলেছেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার লামিন ইয়ামাল। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও দুর্দান্ত খেলে যাচ্ছেন এই তরুণ তারকা। এখনই বিশ্বের সেরা তারকাদের সঙ্গে তুলনা করা হয় ১৭ বছর বয়সী এই উইঙ্গারকে।
ইয়ামালকে অনেকেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তার তুলনা করেন। মেসির মতো ইয়ামালও বাঁ পায়ে খেলতে পছন্দ করেন। তাছাড়া তার পাসিং স্কিল, বলের নিয়ন্ত্রণ, ফিনিশিং, ড্রিবলিংয়ে মেসির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
তবে ইয়ামালের খেলার ধরনে মেসির চেয়ে বেশি নেইমারের সঙ্গে মিল খুঁজে পান তার বার্সা সতীর্থ রাফিনিয়া। বিশেষ করে ইয়ামালের ড্রিবলিং নেইমারের সঙ্গে অনেকটা মিলে যায় বলে মনে করেন এই ব্রাজিলিয়ান তারকা।
আরও পড়ুন:
» হংকং সিক্সেস: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা
» এবার মার্সেলোর সঙ্গে বিচ্ছেদ ঘটালো তাঁর শৈশবের ক্লাব
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে রাফিনিয়া বলেন, ‘লামিনের খেলায় আমি মেসির চেয়ে নেইমারের খেলার সঙ্গেই মিল খুঁজে পাই। তার ড্রিবলিং স্টাইলটা নেইমারের মতো।’
চলতি বছর স্পেনের ইউরো জয়ে দুর্দান্ত অবদান রেখেছিলেন তিনি। জার্মানিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। তাছাড়া সম্প্রতি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও (কোপা ট্রফি) জিতেছেন এই তারকা।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। এ মৌসুমে বার্সার জার্সিতে ১৫ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৮ গোলে সহায়তা করেছেন এই উইঙ্গার।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/বিটি