দীর্ঘদিন যাবত দেশের ক্রিকেটে প্রধান আসনটি দখলে রেখেছেন নাজমুল হাসান পাপন। তবে এবার সরকার পতনের পর রাজনৈতিক পালাবদলে দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অসংখ্য পরিবর্তন। যেখানে ক্রিকেটের প্রতি যারা নিবেদিত প্রাণ, যারা ক্রিকেটকে ভালোবেসে কাজ করতে চায়, তাদের জায়গা করে দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।
বাংলাদেশের তরুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে বেশ আশাবাদী রফিক। এছাড়া শুধু বোর্ড সভাপতি নয়, বরং বিসিবির বিতর্কিত পুরো প্যানেলটাই পরিবর্তন করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ব ধরে রাখা খুব প্রয়োজন বলেও মন্তব্য করেন এই সাবেক ক্রিকেটার।
বাংলাদেশের ক্রিকেটকে এক সময় ধারণ করেছিলেন মোহাম্মদ রফিক। এবার ক্রিকেটের ক্রান্তিলগ্নে তিনি বলেন, ‘ওই সময় যেমন ছিলাম, এখনো আছি বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময়। তারা যদি মনে করে আমাদের সাহায্যের প্রয়োজন আছে, আমরা সাহায্যের জন্য প্রস্তুত আছি। আমরা বলব না ক্রিকেটের জন্য আমাদের টাকা পয়সা দেন, ক্রিকেটের বাজে সময়ে আমরা পাশে আছি।’
বাংলাদেশে মেজর টুর্নামেন্ট আয়োজনের জন্য সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রফিক, ‘সামনে কিন্তু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা চাইছি এই টুর্নামেন্টটা যেন বাংলাদেশের মাটিতেই হয়। তাই সেনা কর্মকর্তারা যত তাড়াতাড়ি এখানে আসবে দেশের ক্রিকেটের জন্য তত ভালো হবে বলে মনে করি। এতে আইসিসি এই টুর্নামেন্টটা এখানেই আয়োজন করার অনুমতি দেবে।’
দীর্ঘদিন যাবত বিসিবির সভাপতি পদ আঁকড়ে রেখেছেন নাজমুল হাসান পাপন। তার সময়কালে একাধিক বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবর উঠে আসলেও নেয়া হয়নি তেমন কোন ব্যবস্থা। তাই শুধু পাপন নয় বরং তার পুরো কমিটি পরিবর্তন করার কথা বলেন মোহাম্মদ রফিক। এছাড়া বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে সেই কথাও উল্লেখ করেছেন এই সাবেক ক্রিকেটার।
তিনি বলেন, ‘দেশে কেমন বড় একটা ঝামেলা হয়ে গেল। কিন্তু বিসিবিতে তো একটাও ঢিল পর্যন্ত মারেনি কেউ। কারণ আমরা সকলেই ক্রিকেটকে পছন্দ করি। তাই কিন্তু বিসিবির কোন প্রকার ক্ষতি হয়নি। তবে আমি মনে করি, কেবল একজন ব্যাক্তি পরিবর্তন হলে হবে না। গোটা দলই তার। তারা তো ছিল, দেখেন তারা কী করেছে ক্রিকেটের জন্য! ফলে পুরোটাই পরিবর্তন করা উচিত।’
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ ও বাংলাদেশ এইচপির ম্যাচ, যেভাবে দেখবেন আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/এফএএস