Connect with us
ক্রিকেট

বিপিএল মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী, নেবেন কত?

Rahat fateh ali khan and BPL Trophy
এবারের বিপিএলের মিউজিক ফেস্টে গান গাইবেন রাহাত ফতেহ আলী। ছবি- সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএ-২০২৫। আসরটি সামনে রেখে মাস্কাট ডানা-৩৬সহ অভিনব অনেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এবার বিপিএলের মিউজিক ফেস্ট নিয়ে জানা গেল নতুন তথ্য। পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান থাকছেন মিউজিক ফেস্ট এর আয়োজনে। ২৩ ডিসেম্বর মিরপুরের মাঠ মাতাবেন তিনি।

বিশ্ব বিখ্যাত এই সংগীতশিল্পী বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। ‘স্পিরিটস অব জুলাই’ এ গাইতে বাংলাদেশ এসেছেন তিনি। এই অনুষ্ঠানে গাইড কোনো অর্থ না নিলেও বিপিএল এর অনুষ্ঠানে গাইতে টাকা নেবেন তিনি। এ জন্য বিসিবিকে গুণতে হবে প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা৷


আরও পড়ুন:

» অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ-ভারত

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব-তামিম? যা বলছে বিসিবি

» এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির


বিসিবি সূত্র বলছে, সম্প্রতি বোর্ডের এক সভায় এ বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এদিকে শনিবার পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আসন্ন বিপিএল মিউজিক ফেস্ট এর জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- এই তিনটি অনুষ্ঠানে টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক। এ জন্য তারা দেবে ৪ কোটি টাকা। এর প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীকে দেওয়া হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, এবার বিপিএল সামনে রেখে, মিউজিক ফেস্ট, তারুণ্যের উৎসবের লোগো ও বিপিএল মাসকট উন্মোচন, বিপিএল অফিসিয়াল থিম সং ও গ্রাফিতির আনুষ্ঠানিক প্রকাশনা, তিন শহরে জায়ান্ট বেলুন প্রদর্শন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যম্পেইন এবং বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাসকট ট্যুর হবে। এসবের জন্য মোট খরচ হবে প্রায় ৭ কোটি টাকা।

যেভাবে মিলবে বিপিএল মিউজিক ফেস্টের টিকিট

মিউজিক ফেস্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে দিয়েছে বিসিবি। এছাড়া টিকিটের মূল্য ২ থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

প্লাটিনাম টিকিটের মূল্য ৮ হাজার টাকা।
> গোল্ড ৬ হাজার।
> সিলভার ৪ হাজার।
> গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০।
> ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।

তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।

৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আসর মাঠে গড়াবে। আর পরের বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নতুন আঙ্গিকের এই বিপিএল। মোট সাতটি দল খেলবে এবারের আসরে।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট