Connect with us
ক্রিকেট

রহমানুল্লাহ গুরবাজকে তিরস্কার করল আইসিসি

রহমানুল্লাহ গুরবাজ। ছবি- গুগল

ব্যাট হাতে বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। বিশ্বকাপে তাকে আফগানিস্তানের সেরা ব্যাটসম্যান বললেও হয়তো ভুল বলা হবে না। গত পরশু বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করেছে আফগানিস্তান। সে ম্যাচে রহমানুল্লাহ গুরবাজের ৮০ রানের অসাধারণ ইনিংসটাই মূলত বড় রানের ভীত গড়ে দেয় তাদের। সেই গুরবাজই আইসিসির থেকে এবার শাস্তি পেলেন। 

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং এর সময় ১৯ তম ওভারে রান আউট হয়ে যান গুরবাজ। ৮০ রানেই সমাপ্তি ঘটে  দুর্দান্ত ইনিংসটির। হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন। তাই আউট হয়ে রাগ সামলাতে না পেরে সিমান দড়ি ও চেয়ারে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন।

এর ফলে তিনি আইসিসির আচরণবিধির প্রথম ধারাটি ভেঙেছেন। এ জন্য আইসিসি তাকে তিরস্কার করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী ক্রিকেটীয় যন্ত্রপাতি, মাঠের যন্ত্রপাতি নষ্ট করা, এই আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রহমানুল্লাহ গুরবাজ নিজের দায় স্বীকার করায় পরবর্তীতে আর কোন প্রকার শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসির আচরণবিধি ভাঙার সর্বনিম্ন শাস্তি তিরস্কার পাওয়া এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ও এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট অর্জন।

তিরস্কার পাওয়া রহমানুল্লাহ গুরবাজ এবার বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ১০০.৬৮ স্ট্রাইক রেটে তিন ম্যাচে গুরবাজের রান ১৪৮।

আরও পড়ুন: কাল ঢাকায় আসছেন রোনালদিনহো

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট