বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল এই রাওয়ালপিন্ডিতেই। সেই টেস্টের প্রথম দিনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। যাতে করে প্রথম সেশন ভেসে গিয়েছিল দিনের। প্রথম ম্যাচে খেলা শুরু হয়েছিল মধ্যাহ্ন বিরতির পর। এবার দ্বিতীয় ম্যাচেও দেখা দিয়েছে ঠিক তেমন শঙ্কা।
আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়। যার আধঘন্টা আগে ছোড়ার কথা ছিল টসের কয়েন। তবে বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না খেলা। বিলম্ব হবে টসেও।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সময় সকাল ১১টায়ও ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পাকিস্তান সময় বেলা ২টা (বাংলাদেশি সময় ৩টা) পর্যন্ত মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তাই ধারণা করা হচ্ছে প্রথম টেস্টের মতো আজও ভেসে যেতে পারে প্রথম সেশনের খেলা। এতে দিনের খেলা শুরু হওয়ার সম্ভাব্য সময় মধ্যাহ্নভোজের পর।
বৃষ্টির কারণে কাভার দিয়ে এখন পর্যন্ত ঢাকা রয়েছে টেস্টের উইকেট এবং মাঠ। গেল কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে রাওয়ালপিন্ডিতে। আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা থাকতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ।
এর আগে প্রথম টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেটাও ছিল তাদের ঘরের মাঠে ১০ উইকেটের বড় ব্যবধানে। যেখানে প্রথম দিন এক সেশন বাদ যাওয়ায় পাকিস্তানের হাতেও উইকেট থাকতেও আগেভাগেই ইনিংস ঘোষণা করেছিল ম্যাচে ফলাফলের আশায়। তবে শেষ পর্যন্ত সেটাই ভুগিয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুন: পেনাল্টি থেকে গোল করে পরাজয় এড়াল রিয়াল
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এফএএস