Connect with us
ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, বাংলাদেশের টস কখন হবে?

Rain BD match
এখনো ভেজা রয়েছে রাওয়ালপিন্ডির পিচ। ছবি- ক্রিকইনফো

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই বিদায়ী দল বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বিকাল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। রাওয়ালপিন্ডিতে গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এখন বৃষ্টি হচ্ছে।

এ গ্রুপে খেলছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ। দু’দলই হেরেছে দুটি করে ম্যাচ। এরই মধ্যে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তাই গ্রুপের শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।

আজ জিতলে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানও এখনো জয়ের মুখ দেখেনি। তারাও চাইবে একটি ম্যাচ জিততে। দুই দলের এই ম্যাচে নজর রেখেছেন ভক্তরাও।


আরও পড়ুন:

» নড়বড়ে বাংলাদেশ, এলোমেলো পাকিস্তান, কেমন হবে আজকের একাদশ?

» বাংলাদেশে কবে আসছেন হামজা, জানা গেল তারিখ


বাংলাদেশ সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন, নাহিদ রানা ও মুস্তাফিজ।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, , হারিস রউফ ও আবরার আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট