
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বৃষ্টির আনাগোনা ছিল। খেলা মাঠে গড়ানোর ১৬ বলের মাথায় নেমেছিল বৃষ্টি। এর মধ্যে দলীয় ৩০০ রান পারও করে বাংলাদেশ। তবে এরপর খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। বৃষ্টি থেমে যাওয়ায় আবারও মাঠে গড়িয়েছে খেলা। বড় জুটির ইঙ্গিত দিচ্ছেন দুই অপরাজিত ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৯৪ রানে ৭ উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত স্কোরবোর্ডে জমা হয় ৯ রান। ৩০৩ রানে ৭ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন মিরাজ-তাইজুল। তবে আবারও রান বাড়াচ্ছেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলােশের রান ৭ উইকেট হারিয়ে ৩৩০ রান। তাইজুল ১৪ ও মিরাজ ৩৭ রানে অপরাজিত আছেন। এই জুটি থেকে এসেছে ৫১ রান। লিড হয়েছে ১০৩ রানের।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় সফরকারীরা। আগের দিন ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রোডেশিয়ানদের অলআউট করে দেন।
আরও পড়ুন
»লিও সর্বকালের সেরা’ — ইয়ামালের মেসি-মুগ্ধতা
»নাহিদ রানা-নাসিম শাহ’র আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল!
জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও এনামুলের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই শতরান পার করে টাইগাররা। লাঞ্চের আগে কোনো উইকেটের পতন ঘটেনি। তবে লাঞ্চের পর দলীয় ১১৮ রানের মাথায় মুজারাবানির শিকার হয়ে ফিরে যান দারুণ খেলতে থাকা বিজয়।
এরপর মুমিনুলকে নিয়ে জুটি গড়ে আরও ৭৬ রান যোগ করেন সাদমান। এই জুটিতে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার। দলীয় ১৯৪ রানের মাথায় মুমিনুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মাসাকাদজা। এরপর অবশ্য সাদমানও হাঁটেন মুমিনুলের দেখানো পথে। ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। তার ১২০ রানের ইনিংসে ১৬টি চার ও ১টি ছয়ের মার ছিল।
পরপর দুই উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন তারা। তবে জুটি ভাঙার পরেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ২৫৯ রানের মাথায় শান্ত ফিরে গেলে পরবর্তী ২০ রানে আরও ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে মুশফিক, জাকের আলী ও নাইম হাসানরা ফিরে যান।
তবে শেষের ব্যাটিং ধসের পরও চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাঠে অপরাজিত থাকা মিরাজ ও তাইজুল শেষদিকে কার্যকরী রান তুলতে সক্ষম। এখন দেখার পালা তৃতীয় দিন বাংলাদেশ লিড কতদূর নিতে পারে।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এজে/এনজি
