Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচে বৃষ্টির জয়, সেমির সমীকরণ কী?

Rain wins in Australia-South Africa match
বৃষ্টির কারণে বাতিল হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ছবি- আইসিসি

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। প্রতিটি দলের এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ও পাকিস্তানকে বিদায় করে সেমির টিকিট কেটেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে ‘বি’ গ্রুপ থেকে এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি কোনো দল। 

আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজকের ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হতো যেকোনো এক দলের। তবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা নয়। আজকের ম্যাচে জয় হয়েছে বৃষ্টির।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও হয়নি। থেমে থেমে একটু পর পর বৃষ্টি হওয়ার কারণে মাঠের ওপর থেকে কাভার সরানোর মতো সুযোগ তৈরি হয়নি। যার ফলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা।

আরও পড়ুন:

» মুশফিক-রিয়াদের কড়া সমালোচনায় বাংলাদেশের সাবেক কোচ

» বৃষ্টিতে হয়নি টসও, অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ বাতিলের শঙ্কা 

ম্যাচ বাতিল হওয়া পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এতে উভয়ের পয়েন্ট দাড়িয়েছে সমান ৩। তবে দক্ষিণ আফ্রিকা নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ হারা ইংল্যান্ড ও আফগানিস্তান যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে।

‘বি’ গ্রুপে সেমিফাইনালের সমীকরণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে যারা হারবে তারাই বাদ পড়বে।

অন্যদিকে আজকের মতো গ্রুপের শেষ দুটি ম্যাচও যদি পরিত্যক্ত হয়, তখনো ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জয় পাওয়া দলটির পয়েন্ট হবে ৩ এবং হেরে যাওয়া দলটির পয়েন্ট হবে ১।

তবে আগামীকালের ম্যাচটি যে দল জিতবে তারা যদি শেষ ম্যাচেও অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট