Connect with us
ক্রিকেট

রোহিত-কোহলির জার্সি অবসরে পাঠানোর অনুরোধ রায়নার

Raina requests to retire Rohit-Kohli jerseys
রোহিত-কোহলির জার্সি অবসরে পাঠানোর অনুরোধ করেছেন রায়না। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বছরের শিরোপা খরা কাটায় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে হারিয়ে ২০১৩ সালের পর আইসিসি ইভেন্টের শিরোপা জয় করেছে ম্যান ইন ব্লুসরা। আর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে ১৭ বছর পর তাদের দ্বিতীয় শিরোপা জয়। শিরোপা জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন রোহিত ও কোহলি। এবার একই দিনে বিদায় নিয়েছেন দুই কিংবদন্তি। এই দুই তারকার বিদায়ের পর তাদের জার্সি নম্বর অবসরে পাঠানোর অনুরোধ করেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ সুরেশ রায়না।

ভারতের জাতীয় দলে রোহিত শর্মা ৪৫ এবং বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি পড়ে খেলেন। তাদের এই জার্সি অবসরে পাঠানোর অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমি বিসিসিআইকে ১৮ ও ৪৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর অনুরোধ করছি। তাদের বিশেষ কোনো উপলক্ষ্য থাকা উচিত যেখানে তাঁরা তাদের জার্সি নম্বর সংরক্ষণ করে রাখতে পারে।’

আরও পড়ুন:

» দাবা খেলতে খেলতেই না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়া

» বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করল পিসিবি 

ভারতের জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবদানের কথা সবারই জানা। তার নেতৃত্বে ১টি করে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই কিংবদন্তির বিদায়ের পর তার ঐতিহাসিক ৭ নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছে।

ধোনির মতো ভারতীয় দলে রোহিত-কোহলিদের অবদানও কম নয়। আইসিসি ইভেন্ট সহ অন্যান্য টুর্নামেন্টেও ভারতকে শিরোপা জেতাতে অনেক অবদান রেখেছেন এই দুই তারকা। তাই ধোনির মতো রোহিত-কোহলির জার্সিও তুলে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। যাতে এই জার্সি নম্বরগুলো দেখে সকলে অনুপ্রাণিত হতে পারে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ৭ নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছে। এবার ১৮ এবং ৪৫ নম্বর জার্সিও অবসরে পাঠানো উচিত। এই নম্বরগুলো দেখেই যেন অনেকে অনুপ্রাণিত হতে পারে। এই দুই জার্সি নম্বর ভারতের বহু ম্যাচ জয়ের সাক্ষী।’

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট