চলমান আইপিএলে এবারের মত ইতি টেনে আজই দেশে ফিরছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলার কথা রয়েছে তার। তার আগে আইপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া ফিজের আইপিএল অভিজ্ঞতা কি জাতীয় দলের জার্সিতে কাজে আসবে? এমন প্রশ্নের জবাবে একই সুরে তাল মেলালেন সিকান্দার রাজা ও নাজমুল শান্ত।
গতকালই আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশি কাটার মাস্টার। শেষ ম্যাচে যদিও কোন উইকেটের দেখা পাননি। তবে ৪ ওভারে রান দিয়েছেন মোটে ২২। এখন পর্যন্ত আসরের এবং চেন্নাই দলের সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। বল হাতে এমন ফর্ম নিয়েই দেশে ফিরছেন ফিজ।
এদিক দিয়ে তার সঙ্গে প্রতিপক্ষের অধিনায়ক সিকান্দার রাজারও বেশ মিল রয়েছে। কারণ দু’জনই যে আইপিএলের মাঝপথে জাতীয় দলের হয়ে খেলতে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে চলে এসেছেন।
টাইগার পেসার অবশ্য পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রাম পেয়েছেন। শেষ দুই ম্যাচে দলের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তার। আজ সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের অধিনায়ক সিকান্দার রাজাকে প্রশ্ন করা হয়, আইপিএলের অভিজ্ঞতা ফিজের জাতীয় দলে কোন কাজে আসবে কি না।
এর জবাবে রাজা বলেন, ‘শতভাগ কাজে আসবে। আইপিএল বিশ্বের অন্যতম বড় একটি লিগ। আলহামদুলিল্লাহ সেখানে খেলার অভিজ্ঞতা আমার হয়েছে। আইপিএলে যে-ই খেলুক না কেন সেই অভিজ্ঞতা, শিক্ষা, আত্মবিশ্বাস যে কারো কাজে আসবে হোক সেটা জাতীয় দলে বা অন্য কোন লিগে। আমি নিশ্চিত ফিজ ভাইয়ের এই অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে আসবে।’
রাজার মত ফিজকে নিয়ে টাইগার কাপ্তান শান্তও অভিন্ন মত পোষন করে বলেন, ‘আইপিএলের মত এত বড় টুর্নামেন্টে খেললে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যাওয়ারই কথা। ও সেখানে অনেক ভালো করেছে, বড় বড় ব্যাটারদের বল করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো উইকেটে ভালো বল করেছে। সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আইপিএলের মত জাতীয় দলেও এমন পারফর্ম করতে পারলে দল আরও এগিয়ে যাবে।’
আরও পড়ুন: মুস্তাফিজের বিদায়ে হতাশ চেন্নাইয়ের প্রধান কোচ
ক্রিফোস্পোর্টস/২মে২৪/এমএস/বিটি