Connect with us
ক্রিকেট

আবারও হারলো রাজস্থান, দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল কলকাতা

Moeen Ali
৪ ওভারে ২৩ রান খরচে দুটি উইকেট তুলে নেন মঈন আলী।

এবারের আইপিএলে টানা দুটি ম্যাচেই হারলো রাজস্থান রয়েলস। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করা কলকাতা নাইটরাইডার্স দ্বিতীয় ম্যাজেই জয়ের স্বাদ পেয়েছে। বুধবার রাতে গুয়াহাটিতে আগে ব্যাটিং করে ১৫১ রান করেছিল রাজস্থান। জবাবে ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে আজিঙ্কা রাহানের দল

এদিন বরুণ চক্রবর্তী ও মঈন আলীর টাইট ঘূর্ণি জাদুর পর কুইন্টন ডি ককের উইলোবাজিতে সহজ জয় পেয়েছে কেকেআর। ৬১ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭ রানের দল জেতানো অনবদ্য ইনিংস খেলেন আফ্রিকান এই ওপেনার।

 De cock

অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন ডি কক। গড়েন দল জেতানো কয়েকটি জুটি

রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ সাত জনের হাতে বোলিং তুলে দিয়েও সুবিধা করতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গা একটি উইকেট পান। আর বাকি একটি উইকেট কাটা পড়ে রান আউটে।


আরও পড়ুন:

» এক ম্যাচে তিনবার অধিনায়ক বদল, তবুও কেন ছিলেন না জামাল?

» ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশেই থাকছেন ফিল সিমন্স


দেড়শর একটু বেশি রানের টার্গেটে ৪১ রানের ওপেনিং জুটি, ২৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। আর তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটিতে জয় নিশ্চিত করে কেকেআর। রান আউটে পড়ে মঈন আলী ফিরে যান ৫ রানে। ১৫ বলে ১৮ রানে আউট হন রাহানে। আর ১৭ বলে ২২ রানে ডি ককের সাথে অপরাজিত থাকেন অংকৃষ রঘুবংশী।

 Nitish Rana

এভাবে বোল্ড হয়ে ফেরার আগে মাত্র ৮ রান করেন নীতিশ রানা।

এর আগে ছোট ছোট ইনিংসে ভর করে দেড়শ পেরোনো সংগ্রহ পায় রাজস্থান। ২৪ বলে ২৯ রান করেন জশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ১১ বলে ১৩, রিয়ান পরাগ ১৫ বলে ২৫, ধ্রুব জুরেল ২৮ বলে ৩৩ এবং জফরা আর্চার ৭ বলে ১৬ রান করেন।

কলকাতার হয়ে ৫ জন বল হাতে নিয়ে ৬ জনই উইকেটের দেখা পান। বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে এবং স্পেন্সার জনসন একটি উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট