Connect with us
ক্রিকেট

আইপিএল শুরুর আগে চাপে রাজস্থান, সরে গেলেন অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্পা। ছবি- ইএসপিএন

আজ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। জমজমাট এই লড়াইয়ের মঞ্চে প্রতিটি দলের জন্যে লেগ স্পিনার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই বিষয়টি মাথায় রেখে গেল আসরের অ্যাডাম জাম্পাকে দলে রেখে দিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে এবার সেই জাম্পা টুর্নামেন্ট থেকে সরিয়ে নিলেন নিজের নাম।

আইপিএল শুরুর একদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে রাখলেন এই অজি লেগ স্পিনার। এতে করে বেশ বিপাকেই পড়তে যাচ্ছে রাজস্থান রয়্যালস। যদিও তাদের ডেরায় রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে লম্বা টুর্নামেন্টে নিঃসন্দেহে জাম্পার অভাব বোধ করবে ফ্রাঞ্চাইজিটি।

গেল আসরে রাজস্থান রয়্যালস দেড় কোটি রুপিতে দলে নিয়েছিল জাম্পাকে। সেবার ৬ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন এই অজি স্পিনার। এমনকি ভারতের মাটিতে গেল বিশ্বকাপেও দলকে শিরোপা জেতানোর পথে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। আইপিএলেও ২০ ম্যাচ খেলে পেয়েছেন ২৯ উইকেট। তাই এমন স্পিনারকে ছেড়ে দেয়নি রাজস্থান।

এদিকে জাম্পা কে ধরে রাখতে রাজস্থান ছেড়ে দিয়েছিল তাদের আরেক তারকা ক্রিকেটার প্রসিধ কৃষ্ণাকেও। তবে দলের ভরসার প্রতিদান না দিয়েই জাম্পা আইপিএল শুরুর আগে নিজেকে গুটিয়ে নেন টুর্নামেন্ট থেকে। এদিকে লম্বা টুর্নামেন্টে অশ্বিন চোটের কবলে পড়লে স্পেন অ্যাটাক নিয়ে চাপে পড়বে তার দল। আগামী ২৪ মার্চ লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আসন্ন আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান।

আরও পড়ুন: যেসব নতুন নিয়মে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট