Connect with us
ক্রিকেট

হঠাৎ রাজশাহীর অধিনায়ক পরিবর্তন, দায়িত্ব পেলেন যিনি

Taskin Ahmed-Anamul H Bijoy
এনামুলের পরিবর্তে নেতৃত্ব পেয়েছেন তাসকিন। ছবি- সংগৃহীত

বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করল দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়ের পরিবর্তে আসরের বাকি ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। আজ সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ।

চলমান বিপিএলে রাজশাহীর ব্যাটিংয়ে বড় ভূমিকা রেখেছেন বিজয়। তবে তাকে চাপমুক্ত রাখতে অধিনায়কের বাড়তি দায়িত্ব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন:

» মালানের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে তামিমের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস

» লিটনের ফিফটিতে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়

চলতি বিপিএলের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন বিজয়। আর রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডানহাতি ব্যাটার। ৮ ম্যাচে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ৩২৪ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটিও রয়েছে।

তবে সবশেষ ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি বিজয়। এরপর কিছুটা ভেঙে পড়েন এই তারকা। আর এ কারণেই তার কাঁধ থেকে বাড়তি দায়িত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী।

তারা লিখেছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।’

‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’-যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে নতুন আহমেদ তাসকিনকে নিয়েও বেশ আশাবাদী রাজশাহী। আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসারকে নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’

বিপিএলের এবারের আসরে ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে রাজশাহী। আজ সোমবার (২০ জানুয়ারি) নিজেদের নবম ম্যাচে চিটাগং কিংসের মোকাবিলা করবে দলটি। এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট