Connect with us
ক্রিকেট

রংপুরকে মাটিতে নামিয়ে শামুকের খোঁচা দিল রাজশাহী

Durbar Rajshahi post after defeat Rangpur Riders
রংপুরকে হারাল দুর্বার রাজশাহী। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের সবথেকে বড় অঘটন বলে মনে করা হচ্ছিল চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের পরাজয়। তবে সেটা যে নিছক কোন অঘটন ছিল না, সেটা প্রমাণ করে দিল রাজশাহী। ঢাকাতে ফিরে নিজেদের পরবর্তী ম্যাচেই তারা আরও একবার পরাজিত করল রংপুরকে। আর তারপরেই রংপুরকে মাটিতে নেমে আসার বার্তা দিল রাজশাহী।

এর আগে টানা ৮ ম্যাচ জিতে রীতিমতো হাওয়ায় উড়ছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের সবার আগে তারাই নিশ্চিত করে প্লে অফ রাউন্ড। তবে চট্টগ্রামে যখন দুর্বার রাজশাহীর কাছে হারল, তখন বিষয়টিকে রাজশাহী দেখার চেষ্টা করছিল অঘটন হিসেবেই। আর তাই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বুঝিয়ে ছিল পচা শামুকে পা কেটেছে তারা।

তবে সেই শামুকে যেন আরও একবার হোঁচট খেলো রংপুর। এবার তাই আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার বিনোদনমূলক বার্তা দেয়ার সাহস পায়নি তারা। উল্টো দুর্বার রাজশাহী দিয়েছে পুনরায় শামুকের খোঁচা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে তারা। যেখানে দেখা যায় শামুক পিষে চলেছে রংপুর রাইডার্সের লোগো।

শুধু তাই নয় রংপুরকে মাটিতে নেমে আসার বার্তা দিয়েছে রাজশাহী। সেই ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘আকাশের দিকে নয়, পথ চলতে হয় জমিনের দিকে তাকিয়ে বাহে!’ আর সেই ছবির মধ্যে গ্রাফিক্সে লেখা, ‘হায় হায় ওস্তাদ কাম হইয়া গেছে।’


আরও পড়ুন:

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (২৭ জানুয়ারি ২৫)

» বিপিএল থেকে বিদায় নিয়ে বিদেশিদের সার্ভিসে হতাশ সিলেট


গতকাল রাতের ম্যাচে রংপুর রাইডার্সকে রীতিমত লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছিল রাজশাহী। যদিও ম্যাচের শুরুতে মনে হচ্ছিল সহজ জয়ের দিকে এগোচ্ছে রংপুর। যেখানে দুর্বার রাজশাহী গুটিয়ে গিয়েছিল মাত্র ১১৯ রানে। তবে সেই ম্যাচ শেষ পর্যন্ত গিয়ে পরাজিত হয় রংপুর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ২ রানে হেরেছে তারা।

সেদিন ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। অবশ্য শেষ দিকে ঝড় তুলে ম্যাচ বাচানোর আভাস দেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ৩১ বলে তুলে নেন ফিফটি (৫২ রান)। শেষ ওভারে যখন ২৫ রান প্রয়োজন ছিল রংপুরের, তখন ৩ ছয় ১ চারে তিনি তুলেছিলেন ২২ রান। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচ হারলেও বিপিএলে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে রংপুর। আর এগারো ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফের জন্য নিজেদের অবস্থান আরও পোক্ত করল রাজশাহী। অবশ্য আজ ম্যাচের শুরু থেকে সমালোচনার মুখে পড়েছিল তারা। মূলত বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলে বিসিবির অনুমতি নিয়ে কেবল দেশিদের নিয়েই মাঠে নামে রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট