Connect with us
ক্রিকেট

চলমান বিপিএলে রংপুরকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী

Rangpur Riders lost against Durbar Rajshahi in BPL
দুর্বার রাজশাহীর কাছে হারল রংপুর রাইডার্স। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের চলমান আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে খেলা নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানের ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ঢাকা ক্যাপিটালসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজশাহী।

আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী। যেখানে ইয়াসির আলী রাব্বির ফিফটিতে ভর করে ১৭০ রানের বড় সংগ্রহ পায় তারা। রান তাড়া করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস। টানা ৮ ম্যাচ জয়ের পর চলতি টুর্নামেন্টে প্রথম পরাজয় বরণ করল গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।

এদিকে চলমান বিপিএলে দশ ম্যাচে চার জয় তুলে নিয়ে ৮ পয়েন্টে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দুর্বার রাজশাহী। নানা বিতর্ক পাস কাটিয়ে প্লে অফে ওঠার সম্ভাবনা আরও কিছুটা জোরালো করলো উত্তরবঙ্গের এই দল। রাজশাহীর পরবর্তী ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে এই রংপুর রাইডার্সের বিপক্ষেই। আর শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। এই দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে অনেকটাই নিশ্চিত হবে তাদের প্লে অফ।


আরও পড়ুন:

» পাত্তা পেল না ভারতের আবদার, পাকিস্তানের পক্ষে আইসিসি

» ক্লাব ফুটবলের ইতিহাসে অনন্য নজির গড়ল রিয়াল মাদ্রিদ


আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর রাইডার্স। পাওয়ার প্লের প্রথম চার ওভারে মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায়ে তারা। টপ অর্ডারে কেবল সাইফ হাসান দিতে পারেন দলকে কিছুটা ভরসা। তার ব্যাট থেকে ২৯ রানে আসে ৪৩ রানের ইনিংস। মাঝে ২৬ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

তবে তারা কেউ ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। আর এতেই বিপদে পড়ে রংপুর। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন চেষ্টা চালালেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে কিছুটা। রংপুরের সর্বোচ্চ ৪ উইকেট একাই শিকার করেছেন রায়ান বার্ল। পাশাপাশি ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। যা টুর্নামেন্টে তার সর্বোচ্চ ২২ উইকেট শিকার।

এর আগে প্রথম ইনিংসে রাজশাহীর হয়ে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী। ওপেনিংয়ে সাব্বির হোসেন খেলেছেন ১৯ বলে ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস। অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। শেষ দিকে দ্রুত কিছু উইকেট না পড়লে আরও বড় হতে পারতো রাজশাহীর সংগ্রহ। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়েছে জয় তুলে নিতে।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট