Connect with us
ক্রিকেট

খেলা চালাতে মাঝরাতে ক্রিকেটারদের পারিশ্রমিক দিল রাজশাহী

Durbar Rajshahi cricketers in Practice sassion
দুর্বার রাজশাহীর অনুশীলন। ছবি- ফেসবুক

বিপিএলের মাঝপথে এসে সমালোচনার ঝড় উঠেছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া ইস্যুতে। বেতন না পাওয়ায় অনুশীলন বয়কটের মতো ঘটনা ঘটিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। এমনকি বৃহস্পতিবার এর মধ্যে পারিশ্রমিক না পেলে শুক্রবার ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছিল দলটির সদস্যরা। আল্টিমেটাম দেয়া হয় দ্রুত অর্থ বুঝিয়ে দেয়ার।

শুধু তাই নয় বিসিবি থেকেও সতর্কবার্তা দেয়া হয়েছে রাজশাহীকে। অবশ্য সময়মতো ক্রিকেটারদের অর্থ বুঝিয়ে দিতে না পারার ব্যাখ্যাও দিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রয়েছে তাদের ম্যাচ। সকল ধরনের অনিশ্চয়তা কাটাতে গতকাল রাতের আঁধারেই ক্রিকেটারদের অর্থ বুঝিয়ে দিতে শুরু করে দলটি।

এদিকে গেল বুধবার অনুশীলন বাতিল করলেও বিষয়টিকে ‘বয়কট’ হিসেবে দেখছে না বলে জানায় রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। তারা দাবি করে ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছিল। এমনকি গতকাল বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজির আশ্বাস পেয়ে অনুশীলনে যোগ দেয় দলটির ক্রিকেটাররা। অবশেষে নানা জটিলতা কাটিয়ে ক্রিকেটাররা ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝে পেয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে দায়িত্ব ছাড়লেন বিসিবির কোচ

» ব্রাজিলিয়ান তারকাকে দলে পেতে চান রোনালদো

» নতুন চুক্তিতে আল নাসরের মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো!


বুধবার সন্ধ্যায় গণমাধমের মুখোমুখি হয়ে রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ বলেছিলেন, ‘অনুশীলন বয়কট যে শব্দটা ব্যবহার করা হচ্ছে আমি যতটুকু জানি এবং আমার টিম ম্যানেজমেন্ট বা খেলোয়াড় কারো পক্ষ থেকে বয়কট শব্দটি বলা হয়নি। আমাদের ম্যাচ আছে, আমরা ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছি, আর একারণেই ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল।’

এদিকে এখন পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তখন তিনি জানিয়েছিলেন, ইতোমধ্যেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেয়া হয়েছে। তবে তখনই তাদের সেই চেক ব্যাংকে জমা না দিতেও বলা হয়। কারণ সিলেট পর্বের শেষ ম্যাচে বলের আঘাতে দলের মালিকের স্ত্রী আহত হলে তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় ব্যাংককে।

আর ফ্র্যাঞ্চাইজিটির মালিক বিদেশে থাকায় ব্যাংক ক্লিয়ারেন্স পেতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তাই ক্রিকেটারদের বেতন হাতে পেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দলের সদস্যদের আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী ম্যাচের আগেই পারিশ্রমিক হাতে পাবেন তারা। আর সেই কথা রাখতেই তড়িঘড়ি করে গতকাল মধ্যরাতের পরেই ক্রিকেটারদের বেতন বুঝিয়ে দিতে থাকে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট