আর মাত্র এক সপ্তাহ বাকি। এরপরই শুরু হবে ধুন্ধুমার চার-ছক্কার আসর। এর আগে আজ ‘মিউজিক ফেস্ট’ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। আর আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে মাঠের লড়াই। শেষ মুহূর্তে পাকিস্তানী তারকাকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী।
২০২০ থেকে ২০২৪ চারটি আসরে খেলেনি দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে খেলছে ৭ দল। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে রাজশাহী। প্রথম দিন মাঠে নামা রাজশাহী শেষ মুহূর্তে দলে নিয়েছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসকে।
সম্প্রতি এই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। এতে করে দলটিতে বিদেশির সংখ্যা দাঁড়ালো ছয় জনে। এর আগে পাকিস্তানের সাদ নাসিম, আরাফাত মিনহাজ, শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন, জিম্বাবুয়ের রায়ান বার্ল ও ওমানের বিলাল খানকে দলে নিয়েছিল তারা। এবার আরেক পাকিস্তানি হিসেবে দলে যুক্ত হলো হারিস।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?
» নতুন বাংলাদেশে বিপিএল হবে উপভোগ্য, আশা ক্রীড়া উপদেষ্টার
দুর্বার রাজশাহী স্কোয়াডে দেশি তারকা: তাসকিন আহমেদ, আনামুল হক বিজয়, জিসান আলম, আকবর আলী, সানজামুল ইসলাম, ইয়াসির আলী, সাব্বির হোসাইন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ এবং মেহরাব হাসান।
দুর্বার রাজশাহী স্কোয়াডে বিদেশি তারকা: সাদ নাসিম, আরাফাত মিনহাজ, লাহিরু সামারাকুন, রায়ান বার্ল, বিলাল খান ও মোহাম্মদ হারিস।
এর আগে গতকাল যুব এশিয়া কাপে নেতৃত্ব বাংলাদেশকে শিরোপা জেতানো অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। শেষ মূহুর্তে দল গোছানো নিয়ে চলছে বেশ তোড়জোড়।
প্রথমবারের মতো আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর চট্টগ্রাম ও সিলেটে ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট। ৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আসর মাঠে গড়াবে। আর পরের বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নতুন আঙ্গিকের এই বিপিএল। মোট সাতটি দল খেলবে এবারের আসরে।
এবারের আসরে থাকবে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ আধুনিক অনেক প্রযুক্তি। এছাড়া দর্শকরাও এবার ভিন্ন রকম এক আয়োজন দেখতে পাবেন। এর কিছুটা ঝলক পাওয়া গেছে বিপিএলের মাসকট ডানা-৩৬ উন্মোচনের মধ্য দিয়ে। এবারের বিপিএল জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের চেতনায় মোড়ানো অবিশ্বাস্য এক আয়োজন।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/এজে