চলমান ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার হাই স্কোরিং ম্যাচে হেরেছে পাকিস্তান। তবে হারার থেকে বাবরদের নিয়ে বেশি সমালোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করায়। পাকিস্তান পরের ম্যাচ খেলবে আফগানিস্তানের সাথে। চেন্নাইয়ের স্পিনিং উইকেটে খেলা বলে সে ম্যাচে আফগানদেরই ফেভারিট মানছেন সাবেক পিসিবি বস রমিজ রাজা।
সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মতে চেন্নাইয়ের পিচ যেহেতু স্পিন সহায়ক তাই সেখানে পাকিস্তানি ব্যাটারদের বেশ বেগ পেতে হবে। আফগানিস্তানের রশিদ খান-মুজিব উর রহমানদের মত বিশ্ব সেরা স্পিনার আছে উল্লেখ করে তাই আগেই দলকে সতর্ক করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে রমিজ বলেন,আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ঘুরে দাঁড়াতে হবে যেটা মোটেই সহজ নয়। তাদের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে। আর আমাদের ব্যাটারদের স্পিন খেলার যে সক্ষমতা তাতে ম্যাচে যে কোন কিছু হতে পারে। পরের ম্যাচেও চেন্নাইয়ের পিচ যদি স্পিন সহায়ক হয় তবে আমার মতে ফেভারিট থাকবে আফগানিস্তান।’
ভিডিওতে মূলত পাকিস্তান ক্যাচ মিস করায় হতাশা প্রকাশ পায় রমিজ রাজার কণ্ঠে। বিশেষত ওসামা মীর ম্যাচের শুরুর দিকে ডিভিড ওয়ার্নারের যে ক্যাচ মিস করেন সেটা নিয়ে। ম্যাচের পঞ্চম ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ যায় মিড অনে থাকা ওসামা মীরের কাছে। কিন্তু সহজ ক্যাচটি মিস করে বসেন ওসামা। তারই খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার তার ব্যাটিং শেষ করেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে।
এ প্রসঙ্গেই তিনি বলেন,ওসামা মীর হালুয়ার মত একটি ক্যাচের সুযোগ নষ্ট করেছে। ওয়ার্নারের সে ক্যাচটা ছিল বাচ্চাদের ক্যাচ যেটা সে ধরতে পারেনি। তখন ওয়ার্নারের রান ছিল ১০, পরে ১৬৩ রান করে সে আউট হয়। একটি ক্যাচ মিসের জন্য এত বড় শাস্তি আর কোনো দলকে ভোগ করতে দেখিনি।’
আরও পড়ুন: সাকিবের চোট নিয়ে কেন খোলাসা করছে না বিসিবি?
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমএস