কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার সেই অর্জন আরও বড় করতে চায় টিম টাইগাররা। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয়ের সুযোগ থাকছে শান্ত বাহিনীর সামনে। যেখানে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান; হাতে আছে ১০ উইকেট ও একটি গোটা দিনের খেলা।
এমন ম্যাচে নিঃসন্দেহে বাংলাদেশই থাকবে ফেভারিট হিসেবে। তবে সফরকারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এই বৃষ্টির কারণেই টেস্টের প্রথম দিনের খেলা হয়েছিল পরিত্যক্ত। এরপর মাঝারি টার্গেটে গতকাল বাংলাদেশের উড়ন্ত শুরুর পরও হানা দেয় বৃষ্টি। তেমনটা না হলে কাল ম্যাচ শেষ হতেও পারত। তাই পঞ্চম দিনে রাওয়ালপিন্ডের আবহাওয়া কেমন থাকবে তা জানার আগ্রহ সবার।
যদিও বিবিসি ওয়েদার, অ্যাকু ওয়েদার কিংবা ওয়েদার ডট কমসহ প্রায় সকল আবহাওয়া সংশ্লিষ্ট ওয়েবসাইট বাংলাদেশী সমর্থকদের দিয়ে আসছিল দুঃসংবাদ। তারা জানিয়েছে পঞ্চম দিনের পুরোটাই হতে পারে বৃষ্টি। এমনকি কোন কোন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হতে পারে ঝড়ো কিংবা বজ্রপাতসহ বৃষ্টি। এতে চিন্তার ভাজ পড়েছে ক্রিকেট প্রেমীদের কপালে।
তবে এবার রীতিমতো ভিন্ন তথ্য নিয়ে সামনে এসেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তার তথ্য মতে সুখবরই আছে বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য। ইউটিউবে নিজের ‘রমিজ স্পিকস’ চ্যানেলে মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন আজ মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
ভিডিওতে রমিজ বলেন, ‘আপনাদের জন্য ব্রেকিং নিউজ আছে। আবহাওয়া দপ্তরের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছে, বৃষ্টির কারণে পাকিস্তান তাদের ম্যাচ বাঁচাতে পারবে না। ৫ম দিনের খেলা হবে। পুরো দিনই খেলা হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে রাত ২টা এবং ভোর ৫টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পুরো দিনই খেলা হতে পারে।’
রমিজ রাজা তার সেই ভিডিওতে উল্লেখ করেন, বৃষ্টির কারণে পাকিস্তান অনেক সময় বেঁচে গেলেও এবার সেই সম্ভাবনা নেই। তাদের ম্যাচ জিততে হলে নিজেদের যোগ্যতায় জিততে হবে। এছাড়া গোটা সিরিজে বাংলাদেশ যেভাবে খেলেছে তা নিয়ে প্রশংসাও ঝরেছে এই সাবেক ক্রিকেটারের কণ্ঠে। বিশেষ করে টাইগার পেস বোলিংয়ে মুগ্ধ হওয়ার কথা জানান তিনি।
প্রসঙ্গত, টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছিল স্বাভাবিক পাকিস্তান। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজের দৃঢ়তায় ২৬২ রান করে বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে ব্যাটিং করেও ১৮৫ রানের বেশি টার্গেট ছুড়ে দিতে পারেনি পাকিস্তান। গতকাল ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারে ৪২ রান করেছিল টাইগাররা।
আরও পড়ুন: বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে যা বললেন পাকিস্তান কোচ
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এফএএস