Connect with us
ফুটবল

অনিশ্চয়তা কাটিয়ে নতুন গন্তব্যে ৩৮ বছরের রামোস

Sergio Ramos in Mexican club
মেক্সিকান ক্লাবে রামোস। ছবি- সংগৃহীত

গত বছরের জুনে সেভিয়া ছাড়ার পর থেকে অনিশ্চয়তা শুরু হয়েছে সার্জিও রামোসের ক্যারিয়ার জুড়ে। কোথায় যাবেন ৩৮ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা, তা নিয়ে উঠছিল প্রশ্ন। কয়েক মাস বেকার বসে থাকার পর আদৌ আর কোন দলে সুযোগ পাবেন কিনা খেলার তা নিয়ে হচ্ছিল আলোচনা।

এবার সকল অনিশ্চয়তা কাটিয়ে নিজের নতুন গন্তব্য ঠিক করেছেন রামোস। পাড়ি জমাতে যাচ্ছেন ম্যাক্সিকান ক্লাব মোন্তেররেইতে। জানা গেছে, এক বছরের চুক্তিতে মেক্সিকোর ক্লাবটিতে যোগ দিয়েছেন এই স্প্যানিশ তারকা ফুটবলার। রামোসের দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মোন্তেররেই ক্লাব।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘বিশ্ব ফুটবলের ঐতিহাসিক এক ডিফেন্ডার, রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে অনেক শিরোপাজয়ী, স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলারকে মোন্তেররেই ফুটবল ক্লাবে স্বাগতম। আপনার নেতৃত্ব, খেলার মান এবং জয়ের মানসিকতা আমাদের নীল-সাদা জার্সিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।’

আরও পড়ুন:

» বিসিবির চাকরি ছেড়ে হান্নানের নতুন অধ্যায়ের সূচনা

» বিশাল জয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

সার্জিও রামোস ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। তিনি ক্লাবের অন্যতম সফল অধিনায়ক ও ডিফেন্ডার ছিলেন। রিয়ালের জার্সিতে ৫টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২টি কোপা দেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ মোট ২২টি শিরোপা জিতেছেন রামোস।

স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রামোস জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো। তবে এবার ক্যারিয়ারের শেষবেলায় তাকে যেতে হচ্ছে ইউরোপের বাইরে। ৩৮ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার এক বছরের চুক্তিতে প্রায় ৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন। এছাড়াও পারফরম্যান্স-ভিত্তিক বোনাস পাবেন রামোস।

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল