রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ফ্রান্সে পাড়ি জমান সার্জিও রামোস। ফুটবল বিশ্বে তার পরিচিতি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই। এখন খেলছেন ঘরের ক্লাব সেভিয়ায়। আগামী রোববার রাত ২টায় লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেভিয়ার হয়ে মাঠে নামবেন রামোস।
২০০৫ সালে লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দিয়ে ক্যারিয়ারের বড় একটা অংশ এখানেই কাটিয়ে দিয়েছিলেন রামোস। দেড় দশকেরও বেশি সময় রিয়ালের সঙ্গে যুক্ত থাকায় অনেকটা আপন ঘরের মত হয়ে উঠেছিল সান্তিয়াগো বার্নাবু। সেই ঘর ছাড়ার আড়াই বছর পর ফের ঘরে ফেরার সুযোগ পেলেন তিনি।
বার্নাবুর সবুজ গালিচায় পা রাখার আগে জানালেন নিজের অনুভূতির কথা, ‘মনে হচ্ছে, আমি বাড়িতে ফিরতে যাচ্ছি। কারণ সেখানে আমি অনেক বছর কাটিয়েছি, আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এবং ভক্ত, সতীর্থদের সঙ্গে চমৎকার স্মৃতি আছে সেখানে। এটি বিশেষ ও আবেগঘন মুহূর্ত হবে।’
পুরনো ঘরের প্রতি শ্রদ্ধা থেকে গোল উদযাপন করতে না চাইলেও জিততে চান রামোস, ‘সমর্থক এবং রিয়াল মাদ্রিদের সকলের প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে এবং আমি যদি গোল করি, তাহলে উদযাপন করব না। কিন্তু সেই গোল যদি আমাদের জয়ের জন্য যথেষ্ট হয়, আমি খুশি হব, কারণ তিন পয়েন্ট এই সময়ে আমাদের জন্য খুব প্রয়োজন।’
চলতি মৌসুম একেবারেই ভালো কাটছে না সেভিয়ার। এখন পর্যন্ত খেলা ২৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৫তম অবস্থানে আছে সেভিয়া। অপরদিকে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এই মৌসুমের প্রথম লেগে দেখা হয়েছিল দু’দলের। সেবার ঘরের মাঠে রিয়ালের সঙ্গে ১-১ ড্র করেছিল সেভিয়া।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সময়ে ২ বিদেশি ক্রিকেটার হারাল বরিশাল
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এফএএস