বিশ্বকাপ ব্যর্থতা ও আইসিসির নিষেধাজ্ঞায় কোণঠাসা পরিস্থিতিতে শ্রীলঙ্কান ক্রিকেট। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে অনেক আগেই। দলের ব্যর্থতা নিয়ে অনেক আলোচনার মাঝে সারা জাগিয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুন রানাতুঙ্গার বক্তব্য। তিনি দাবি করেন শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংস করছে বিসিসিআই’র সেক্রেটারি জয় শাহ।
বিশ্বকাপে ভরাডুবির পর মাঠের ভেতর ও বাহিরে শ্রীলঙ্কা ক্রিকেটের টালমাটাল অবস্থা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও করতে পারেনি কোয়ালিফাই। মরার উপর খাড়ার ঘাঁ হয়ে এসএলসির ওপর আসে আইসিসির নিষেধাজ্ঞা। তার মাঝেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার হয়ে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের আতাত রয়েছে। ফলে বিসিসিআই কর্মকর্তা বিশেষ করে জয় শাহ’র মাঝে ধারণা জন্মেছে যে, তারা যখন যা খুশি করতে পারেন লঙ্কান ক্রিকেটে।’
এর আগে বিশ্বকাপ চলাকালে দুর্নীতি ও ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। অর্জুন রানাতুঙ্গাকে দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন একটি কমিটিও গঠন করা হয়েছিল। রাজনৈতিক এমন হস্তক্ষেপের দায়ে শ্রীলংকার ক্রিকেট বোর্ডের সদস্যপদ বাতিল করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
শ্রীলঙ্কান ক্রিকেটের ওপর আইসিসির নেয়া এমন কঠোর পদক্ষেপের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইন্ধন আছে বলে রানাতুঙ্গা ইঙ্গিত করেছেন। তিনি মনে করেন, জয় শাহ পেছন থেকে কলকাঠি নেড়ে বিষয়টিকে আরো জটিল করেছেন। যে কারণে এমন পদক্ষেপ নিয়েছে আইসিসি।
তিনি আরো মন্তব্য করেন, ‘ভারতীয় একজন লঙ্কান ক্রিকেটে প্রভাব বিস্তার করছে। তিনি হলেন জয় শাহ। শ্রীলঙ্কার ক্রিকেট জয় শাহ’র প্রভাবে ধ্বংস হয়ে গেছে। তার এই ক্ষমতায় উৎস তার বাবা। যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।’
জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি। রানাতুঙ্গা ইঙ্গিত করে বলেন শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী কতৃক বহিষ্কৃত বোর্ড কর্মকর্তারা জয় শাহ’র সাথে আঁতাত করে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ বাতিল করেছে এবং দেশের ক্রিকেটকে ডুবিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের মতো দায়িত্ব ছেড়ে গেলেন পাকিস্তানের বোলিং কোচও
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এসএফ/এজে