Connect with us
ক্রিকেট

উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙাল সাকিবহীন শেখ জামাল

শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ছবি- সংগৃহীত

বিপিএলে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের দলে বেশ গুরুত্বপূর্ণ ছিল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি। এবার ডিপিএলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্বে থাকা সোহানের দলে সবথেকে বড় নাম এই সাকিব। যদিও ডিপিএলের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিতে প্রয়োজন হয়নি সাকিবের।

আজ সোমবার (১০ মার্চ) আগে ব্যাট করে টিপু সুলতানের বোলিং ঘূর্ণিতে ৪৭.৫ ওভারে মাত্র ১৬৭ রানেই অলআউট হয়ে যায় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। টিপু সুলতান শিকার করেন ৪ উইকেট। জবাব দিতে নেমে ৬ উইকেটেই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে জয় তুলে নিয়েছে সোহানের দল।

কিছুদিন আগে যুব বিশ্বকাপ খেলা আশিকুর রহমান শিবলী একাই লড়াই করে গেছেন গাজী টায়ার্সের হয়ে। ব্যাট হাতে এই ওপেনার করেছেন ৮৯ রান। তবে অপরপ্রান্ত থেকে তাকে সঙ্গ দেয়ার মত কেউ না থাকায় তার সেঞ্চুরি মিস হওয়ার পাশাপাশি দল থেমেছে অল্প পুজিতে। আরেক ওপেনার ইফতি করেছিলেন কেবল ৩১ রান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শেখ জামাল। সাইফ হাসানের ৪৫ রান ও ইয়াসির আলি চৌধুরী ৪৪ রানে ভর করে জয়ের কাছে পৌঁছায় শেখ জামাল। শেষ দিকে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন ইনিংসে ম্যাচ শেষ করে তারা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শেখ জামালের টিপু সুলতান।

আরও পড়ুন: ফাইনালে ব্রাজিলকে কাঁদিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট