Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচকে নিয়োগ দিল রংপুর

Micky Arthur
মিকি আর্থার। ছবি- সংগৃহীত

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচ মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য এই প্রোটিয়া কোচকে নিয়োগ দিয়েছে দলটি।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) মিকি আর্থারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে আর্থারকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার। এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।’

এর আগেও বিপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মিকির। বিপিএল ২০১৫ আসরে ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার রংপুরের হয়ে পুনরায় বিপিএলে ফিরছেন এই কোচ।

আরও পড়ুন:

» রাচিনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

» বিসিবির অভিযোগ অস্বীকার করে যা বললেন হাথুরুসিংহে

» এমন লিটনকে আগে কখনো দেখেনি কেউ!

মিকি আর্থার আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও এক যুগেরও বেশি সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ২০০১ সালে খেলোয়াড়ি জীবনের বিদায় জানিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। শুরুতে ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে সফলতা পেয়ে ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রায় পাঁচ বছর থাকার পর ২০১০ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। অজিদের দায়িত্বে ছিলেন তিন বছর। এরপর ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি। এসময়ে তার হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ম্যান ইন গ্রিনরা। ২০১৯ সালে পাকিস্তান অধ্যায় শেষ করে শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত হন মিকি। সেখানেও প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন এই কোচ।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট