চলতি বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স। তাদের জয়রথ থামাতে পারছে না কোনো দল। ইতোমধ্যে আসরের তিনটি দলকে দুই দেখাতেই হারিয়েছে তারা। এবার টানা চার ম্যাচ অপরাজিত থাকা চিটাগং কিংসের সঙ্গে প্রথম দেখায় জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। টানা ৮ জয় নিয়ে প্লে-অফ নিশ্চিতের একধাপ দূরে করেছে মিকি আর্থারের শিষ্যরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) চিটাগং কিংসকে তাদের ঘরের মাঠে ৩৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে সক্ষম হয় চিটাগং।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু পায় রংপুর। দলীয় ৯ রানেই ফিরে যান ওপেনার তৌফিক খান (৫)। এরপর দ্বিতীয় উইকেট ৪১ বলে ৫৪ রান যোগ করেন সাইফ হাসান ও স্টিভেন টেলর। তবে সাইফ (১৭) ফিরে গেলে দ্রুত আরো ২ উইকেট হারায় রংপুর। টেলর ৩২ বলে ৩৯ এবং ইফতেখার মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
আরও পড়ুন:
» বিপিএলে ম্যাচপ্রতি ২ লাখেরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন সৈকত
» বিশ্বকাপে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
দ্রুত ৩ উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন খুশদিল শাহ। যোগ্য সঙ্গ না পেলেও একাই খেলে যান এই পাক তারকা। তার ২৮ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই মাঝারি রানের পুঁজি পায় রংপুর। এছাড়া ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন শেখ মেহেদি।
চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন আরাফাত সানি, নাইম ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান উসমান খান। এরপর পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা ৪৫ রানের এই জুটি ভাঙেন আকিফ জাভেদ। পর পর দুই ওভারে ইমন (২৬) ও ক্লার্কের (২৩) ও অধিনায়ক মোহাম্মদ মিথুনের (২) উইকেট তুলে নেন এই বোলার।
দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় চিটাগং। তবে পঞ্চম উইকেট শামিম পাটোয়ারি ও নাইম ইসলামের জুটিতে আবারও ম্যাচে ফেরে চিটাগং। তবে নাইমকে ফিরিয়ে ৫৩ রানের এই জুটি ভাঙেন খুশদিল। এরপর ওয়াসিম জুনিয়র (৬) ফিরে গেলে জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। শেষদিকে শামিমও ফিরে যান ৩৮ রান করে।
রংপুরের হয়ে একাই ৪টি উইকেট শিকার করেছেন আকিফ জাভেদ। এছাড়া খুশদিল শাহ ২টি এবং রাকিবুল হাসান ও ইফতেখার আহমেদ ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।
এ নিয়ে বিপিএলের এবারের আসরে টানা ৮ জয় পেয়েছে রংপুর। এতে ১৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই নিয়ে টেবিলের শীর্ষে নুরুল হাসান সোহানের দল।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬৪/৭ (২০ ওভার)
চিটাগং কিংস: ১৩১/৮ (২০ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৩৩ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/বিটি