একাদশ বিপিএলে প্রথম আটটি ম্যাচ টানা জিতে রেকর্ড করেছিল রংপুর রাইডার্স। সেই দল বিদায় নিলো প্লে অফের প্রথম ম্যাচেই। এলিমিনেটর ম্যাচে খুলনার সামনে দাঁড়াতেই পারেনি রংপুর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। জবাবে ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বিশাল জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা। বিকালে চট্টগ্রাম-বরিশালের ম্যাচে পরাজিত দলের বিরুদ্ধে খেলবে মেহেদি হাসান মিরাজরা।
৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই বোল্ড-আউট হন ওপেনার মিরাজ। দ্বিতীয় ওভারে নাঈমের দুটি সহজ ক্যাচ ফেলে দেন রাইডার্সের ফিল্ডাররা। নাঈম আর অ্যালেক্স রোসের ব্যাটে ভর করে ১০ ওভারে ৮২ রান তোলে খুলনা। শেষ পর্যন্ত রোস ২৯ রান এবং নাঈম ৩৩ বলের অপরাজিত ৪৮ রানে জয় নিশ্চিত করে।
আরও পড়ুন:
» এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেই ৫ উইকেট হারালো রংপুর
» পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ, টাকা দেয়ার সময় জানাল রাজশাহী
এই ম্যাচ ঘিরে নিজেদের একাদশে পরিবর্তন এনেও লাভ হয়নি রংপুরের। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে নামায়।। টস জিতে ব্যাট করতে নেমে এলোমেলো হয়ে যায় রংপুর। মিরাজের প্রথম শিকারে ফিরে যান সাইফ হাসান। ১ রান করে নাসুমের বলে বোল্ড হন মাহেদী। এরপর পাওয়ার প্লেতে ৫ উইকেট হারায়।
আলোচনায় থাকা আন্দ্রে রাসেল ৯ বলে ৪ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সোহান। ২৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। ৫২ রানে ৯ উইকেট হারানো রংপুরকে আশি পার করান পাকিস্তানের আকিফ জাভেদ। খেলেন ১৮ বলে ৩২ রানের ইনিংস। খুলনার হয়ে মিরাজ ও নাসুম তিনটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এজে