Connect with us
ক্রিকেট

আজিজুল তামিমকে নিয়ে উচ্ছ্বসিত রংপুরের কোচ মিকি আর্থার

Azizuzl Hakim Tamim with Mickey Aurther
মিকি আর্থারের অধীনে অনুশীলনে আজিজুল তামিম। ছবি- রংপুর রাইডার্স

বাংলাদেশ ক্রিকেটের এক উদীয়মান তারকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার নেতৃত্বেই সম্প্রতি যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সেখানে দারুণ পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যুব এশিয়া কাপের পর এনসিএল টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে রাঙিয়েছেন আজিজুল। এবার বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলে খেলতে মুখিয়ে আছেন এই তরুণ।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন আজিজুল হাকিম তামিম। শুরুতে দল না পেলেও শেষ সময়ে এসে তাকে দলে নিয়েছে ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা।

সদ্য গ্লোবাল সুপার লিগ জয়ী দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার। দলের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই শিরোপা এনে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। এবার মিকি আর্থারের চোখ বিপিএলের শিরোপায়। এই মিশনে রংপুর দলে থাকছেন আজিজুল। দলে যোগ দিয়ে প্রোটিয়া এই কোচের নজরে পড়েছেন তিনিও।

আরও পড়ুন:

» বিপিএলে সেরা পাঁচ ব্যাটারের মধ্যে থাকতে চান জিসান

» তামিমের কল পেয়েই বিপিএলে শাহীন আফ্রিদি

বিপিএলকে সামনে রেখে মিকি আর্থারের অধীনে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। আজ (শনিবার) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে তারা। অনুশীলনের এক পর্যায়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিকি। সেখানে আজিজুলকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান এই প্রোটিয়া কোচ।

Azizul Tamim parctices with Rangpur Riders

রংপুর রাইডার্সের জার্সিতে অনুশীলনে আজিজুল তামিম। ছবি- রংপুর রাইডার্স

তিনি বলেন, ‘আজিজুল খুব দারুণ। সবাইকে মুগ্ধ করার মতো ক্রিকেটার। সে অনেক বড় মাপের খেলোয়াড় হবে। তাকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দেখেছি। সে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ। সে এখনও খুবই তরুণ। তবে তার মধ্যে ভালো খেলার অনেক সামর্থ্য আছে।’

সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ৫ ইনিংসে ৮০ গড়ে ২৪০ রান করেন আজিজুল। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। একইসঙ্গে বল হাতে শিকার করেছিলেন ৪টি উইকেট।

যুব এশিয়া কাপের এই ছন্দ সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতেও ধরে রেখেছিলেন আজিজুল। খুলনা বিভাগের হয়ে ৯ ইনিংসে ২৬.৩৩ গড় ও ১৩৬.৯৯ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ২৩৭ রান করেন তিনি। যুব এশিয়া কাপ ও এনসিএল টি-টোয়েন্টির এই ফর্ম বিপিএলেও ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলবেন এই ১৭ বছর বয়সী ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএলের পর্দা উঠবে। একই দিনে সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে রংপুর রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট