Connect with us
ক্রিকেট

‘পচা শামুকে’ পা কাটল রংপুর, দিল ‘ভয়ঙ্কর’ ভাবে ফেরার বার্তা

Rangpur Riders post after lost against Durbar Rajshahi
ম্যাচ হারের পর রংপুর রাইডার্সের পোস্ট। ছবি- ফেসবুক

বিপিএলের শুরু থেকেই জমে আছে মাঠের ক্রিকেট। তবে মাঠের বাইরেও দলগুলো আছে বেশ আলোচনায়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্নভাবে করছে নিজেদের মার্কেটিং। প্রতিপক্ষ দলগুলোকে খোঁচা দিয়ে তৈরি করছে বিনোদনমূলক কথার লড়াই। শুরু থেকেই যা উপভোগ করছেন বিপিএলের দর্শক সমর্থকরা।

এবার চলমান টুর্নামেন্টে গতকাল প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে রংপুর রাইডার্স। তবে মজার বিষয় টুর্নামেন্টের গোটা আসর জুড়ে বিভিন্ন বিতর্কে জর্জরিত দল দুর্বার রাজশাহীর কাছেই হেরে বসেছে তারা। কাগজে-কলমে যাদের ধরা হচ্ছিল এবারের আসরে তুলনামূলক দুর্বল দল। তবে তারাই রংপুরকে হারিয়ে উঠে এসেছিল টেবিলের চতুর্থ স্থানে।

এদিকে রংপুর রাইডার্সকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খোঁচা দিয়েছে দুর্বার রাজশাহী। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে তারা একটি পোস্ট দেয় যেখানে দেখা যায় রংপুরের লোগো থেকে রং মুছে দিচ্ছেন রাজশাহীর একজন ক্রিকেটার। যার ক্যাপশনে বিনোদনমূলক ভাবে লেখা, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’


আরও পড়ুন:

» ছয়ে নেমে এলো ঢাকা, তবুও আছে প্লে অফের সুযোগ

» অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল-সহ আজকের খেলা (২৪ জানুয়ারি ২৫)


এমন প্রতিক্রিয়ায় চুপ করে বসে থাকেন এই রংপুর রাইডার্সও। টুর্নামেন্টের শুরু থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন দলকে হারিয়ে মজার মজার পোস্ট দিয়ে সরব ছিল রংপুর। এবার প্রথমবারের মতো দুর্বার রাজশাহীর কাছে হেরে তারা উল্লেখ করেছে পচা শামুকে পা কাটার বিষয়টি। এবং পরবর্তী ম্যাচ থেকে ভয়ঙ্কর ভাবে ফিরে আসার বার্তাও দিয়েছে রংপুর।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি শামুকের ছবি পোস্ট করে তার ক্যাপশনে রংপুর রাইডার্স লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা- পচা শামুকে কেটেছে পা! ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’

মাঠের জমজমাট ক্রিকেটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দলগুলোর এমন বিনোদনমূলক কর্মকাণ্ড বেশ উপভোগ করছে ক্রিকেট সমর্থকরা। তবে বিষয়গুলোকে অপরের প্রতি ঠাট্টা, বিদ্রুপ বা নেতিবাচক দৃষ্টিতে না দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবলমাত্র বিপিএলের উন্মাদনা বাড়াতে এমন কর্মকাণ্ড চালনা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এদিকে টানা ৮ জয়ের পর এমন পরাজয়কে এলার্মিং বলে মনে করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কন্ঠে উঠে এসেছে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা। ভালো ক্রিকেট খেলে পরবর্তী ম্যাচ থেকে আবারও জয়ের ধারায় ফিরতে চায় রংপুর।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট