Connect with us
ক্রিকেট

শহীদদের শিরোপা উৎসর্গ করল রংপুর, কত টাকা পেল চ্যাম্পিয়নরা?

রংপুর রাইডার্সের শিরোপা উদযাপন। ছবি- রংপুর

প্রথমবারের মতো বৈশ্বিক কোন টুর্নামেন্ট খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ফাইনালে বিগ ব্যাশের দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি উচিয়ে ধরেছে সোহান-সৌম্যরা। টুর্নামেন্ট শেষে নিজেদের এই শিরোপা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করেছে রংপুর রাইডার্স। আর চ্যাম্পিয়ন হয়ে বড় পুরস্কার পেয়েছে দলটি।

আজ সকালে ভিক্টোরিয়াকে হারিয়ে গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের এই দল। জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদদের শিরোপা উৎসর্গের কথা বলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, ‘আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছেন। এই জয় আমরা তাদেরকে উৎসর্গ করতে চাই।’

এদিকে টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার পুরস্কার পায় রংপুর রাইডার্স। বাংলাদেশী মুদ্রায় যার অর্থ দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকা। এদিকে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ের জন্যেও ২৫ হাজার ডলার করে পাবে দলগুলো। অর্থাৎ তিন ম্যাচ জয়ে ৭৫ হাজার ডলার কিংবা প্রায় ৯০ লাখ টাকা পাবে রংপুর। সব মিলিয়ে প্রায় পৌনে ৭ কোটি টাকার বেশি পাবে চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন:

» মেজর লিগে বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি

» প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম

প্রসঙ্গত, আজ শনিবার ভোরে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে ভিক্টোরিয়াকে ৫৬ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। এদিন আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে বিপিএলের দলটি। জবাব দিতে নেমে রিশাদ-মাহেদীদের বোলিং ঘূর্ণিতে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

এদিকে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোন গ্লোবাল টুর্নামেন্ট খেলতে গিয়েই টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন সৌম্য সরকার। আসরের সর্বোচ্চ ১৮৮ রান আসে তার ব্যাট থেকে। ফাইনালে দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন সৌম্য। ৫ ছক্কা ও ৭ চারে খেলেন ৫৪ বলে ৮৬ রানের দারুণ এক অপরাজিত ইনিংস। এতে করে ফাইনাল সেরার পুরস্কারটাও পেয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট