টানা আট ম্যাচ জিতে বিপিএলে ইতিহাসগড়া রংপুরের এ কী হাল! খেলতে হচ্ছে এলিমিনেটর। আগেই সংবাদ হয়েছিল এক ম্যাচ হারলেই বাদ পড়বে দলটি। সেই শঙ্কা সত্যিই হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনার মুখোমুখি হয়েছে রংপুর। টস জিতে ব্যাটিংয়ে নেমে তোপের মুখে নুরুল হাসান সোহানরা।
সোমবার (৩ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে রংপুর রাইডার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯ রান। পাওয়ার প্লেতেই টপঅর্ডারের ৫ ব্যাটার হারিয়ে ধুকছে সাবেক চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ ঘিরে নিজেদের একাদশে পরিবর্তন এনেও লাভ হয়নি রংপুরের। নাসুম আহমেদ, মেহেদি মিরাজ ও হাসান মাহমুদের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছে। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে একাদশে রেখেছে রংপুর। আর খুলনা টাইগার্সও দলে শক্তি বাড়াতে দুই বিদেশি শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার রয়েছে।
আরও পড়ুন:
» রংপুর রাইডার্সের বিশাল ধামাকা, রাসেলসহ দলে নিল ৪ তারকা!
» পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ, টাকা দেয়ার সময় জানাল রাজশাহী
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান, টিম ডেভিড, আকিফ জাভেদ, আন্দ্রে রাসেল, জেমস ভিন্স।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার ও মোহাম্মদ মুশফিক হাসান।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এজে