বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। হার দিয়ে আসর শুরু করা দুদলই আছে জয়ের খোঁজে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতেছেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। পরে মাশরাফির সিলেটকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
একটি করে ম্যাচ খেললেও এখনো পয়েন্ট টেবিল শূন্য রংপুর ও সিলেটের। আজ যে জিতবে সে খাতা খুলবে পয়েন্টের। সাকিব নেই রংপুরের একাদশে। তবে গতরাতে দলে যোগ দেয়া বাবর আজম রয়েছেন রাইডার্স ইলেভেনে।
অন্যদিকে আগের একাদশ নিয়েই মাঠে নামছে সিলেট। মাশরাফির নেতৃত্বে দুশান হেমন্ত, বেন কাটিং, বেনি হাওয়েল ও রিচার্ড এনগারাভার মতো বিদেশি তারকা নিয়ে খেলছে সিলেট।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ব্রেন্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, দুশান হেমন্ত, বেন কাটিং, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।
আরও পড়ুন: এক রাতেই বাংলাদেশে এলেন বাবর আজম ও রিজওয়ান
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এজে