গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলতে পারবে কিনা রংপুর রাইডার্স তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের এনওসি বাড়িয়ে খেলার অনুমতি দেয় বিসিবি। আর সুযোগ পেয়েই বাজিমাত করে রংপুর রাইডার্স। প্রথমবার খেলতে গিয়েই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের এই দল।
আজ শনিবার ভোরে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে ভিক্টোরিয়াকে ৫৬ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। এদিন আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে বিপিএলের দলটি। জবাব দিতে নেমে রিশাদ-মাহেদীদের বোলিং ঘূর্ণিতে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
ফাইনালে এদিন টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে ধীরগতির ব্যাটিংয়ে সাবধানী শুরু করেন দুই ওপেনার সৌম্য ও টেইলর। তবে বেশি সময় নেননি খোলস ছেড়ে বের হতে। দারুন সব চার ছক্কার মারে ফিফটি তুলে নেন দুজনেই।
আরও পড়ুন:
» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৭ ডিসেম্বর ২৪)
» বাংলাদেশের ক্রিকেটে আরেকজন তামিমের আগমন
সেদিন শেষ পর্যন্ত ৫৪ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন সৌম্য সরকার। যেখানে তিনি হাগিয়েছেন ৫ ছক্কা ও ৭ চারের মার। আরেক ওপেনার স্টিভেন টেইলর আউট হওয়ার আগে করে গেছেন ৪৯ বলে ৪টি করে ছক্কা ও চারের মারে ৬৮ রান। এতেই বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স।
ফাইনালে বিশাল রান তাড়া করার চাপে অল্পতেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলা দল– ভিক্টোরিয়া। জো ক্লার্ক বাদে আর কেউ খেলতে পারেননি তেমন বলার মতো কোন ইনিংস। এদিকে বল হাতে দারুন চমকে দুটি করে উইকেট শিকার করেছেন রিশাদ, মাহেদী ও সাইফ। তিন উইকেট পেয়েছেন মার্কিন স্পিনার হারমিত সিং।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এফএএস