ব্যাট হাতে সময়টা বেশ ভালো যাচ্ছিলো সৌম্য সরকারের। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতিয়ে জাতীয় দলে হয়ে খেলছিলেন তিনি। তবে সেখানেই হানা দেয় ইনজুরি। আঙুলের ইনজুরিতে পড়ে মাসখানেক সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা। তবে চোট কাটিয়ে এবার মাঠে ফিরছেন এই বাঁহাতি ওপেনার।
সৌম্যর চোটের পর প্রথমে জানা গিয়েছিল, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে তাকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য। যে কারণে বিপিএলের শুরুর ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল।
তবে এই সময়ের মধ্যে পুরোপুরি সেরে উঠতে পারেননি সৌম্য। যে কারণে বিপিএলের প্রথম দুই পর্বে খেলতে পারেননি তিনি। তবে ঢাকা ও সিলেট পর্বের পর চট্টগ্রাম পর্বেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সকল শঙ্কা দূর করে সৌম্যকে নিয়ে সুখবর দিয়েছে রংপুর রাইডার্স। ২০২৫ বিপিএলে এখনো অপরাজিত থাকা এই দলটি জানিয়েছে, চোট থেকে সেরে উঠেছেন সৌম্য, মাঠে ফিরছেন খুব শীঘ্রই।
আরও পড়ুন:
» সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
» বিপিএল ছাড়লেন কর্নওয়াল, সিলেটের জন্য দুঃসংবাদ
বুধবার (১৫ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি সৌম্যকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিল বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।’
শুরুর ৭ ম্যাচে সৌম্যকে রাইডার্সদের জার্সিতে পায়নি সমর্থকেরা। তবে এবার সৌম্যর ঝড় দেখার জন্য তারা প্রস্তুত সেটা জানতে চেয়ে তারা লিখেছে, ‘পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?’
চোট থেকে কিছুটা সেরে ওঠার পর সৌম্যকে মিরপুরে অনুশীলনে দেখা গেছে। শুরুতে দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে চট্টগ্রাম পর্বে দলে যোগ দিয়েছেন এই তারকা। তবে মাঠে নামতে এখনো সপ্তাহখানেকের মতো সময় লাগবে তার। অবশ্য বিপিএলের চট্টগ্রাম পর্বে কেবল দুটি ম্যাচ খেলবে রংপুর। প্রথমটি ১৭ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৩ জানুয়ারি। আগামী ১৭ জানুয়ারির ম্যাচে তাকে একাদশে না পাওয়া গেলেও ২৩ জানুয়ারির ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন এই ওপেনার।
উল্লেখ্য,গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান সৌম্য। দ্রুত গতিতে তার দিকে আসা বল ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান তিনি। এ সময় হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই তারকা। পরবর্তীতে তার আঙুলে পাঁচটি সেলাই লেগেছে।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/বিটি