বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। চলতি আসরে ১০ ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছে দলটি। শেষ সাত ম্যাচে অপরাজিত সাকিব-সোহানরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের দশম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৬ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয় বন্দর নগরীর দলটি। ১৮ রানে জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর।
চট্টগ্রামে আজও হেসেছে সাকিবের ব্যাট। ৫ চার ও ৩ ছয়ের মারে ৩৯ বলে ৬২ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া রংপুরের হয়ে শেখ মেহদী ১৭ বলে ৩৪ এবং রনি তালুকদার ১৯ বলে ২৫ রান করেছেন। বোলিংয়ে রংপুরের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া ব্যাটিংয়ে ঝোড়ো ইনিংসের পর বল হাতেও ২টি উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
এদিকে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ৩০ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা রোমারিও শেফার্ড। বল হাতেও ৩টি উইকেটে শিকার করেছেন এই অলরাউন্ডার। শেষদিকে তার বিধ্বংসী ব্যাটিংয়ে কিছুটা জয়ের আশা পেয়েছিল চট্টগ্রাম। তবে শেষ পর্যন্ত ১৮ রানের ব্যবধানে হেরেছে দলটি।
এই জয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট ১৬। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৮৭/৮ (২০ ওভার)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬৯/৬ (২০ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ১৮ রানে জয়ী
আরও পড়ুন: নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন পাবেন শান্ত, কমেছে সাকিবের বেতন
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এমটি